ওমর সুলতান ফাউন্ডেশন

ওমর সুলতান ফাউন্ডেশন
প্রতিষ্ঠাতাআলহাজ্ব এম নুরুল আমিন
উদ্দেশ্যমানবিক
সদরদপ্তরঢাকা
উৎপত্তিচট্রগ্রাম
যে অঞ্চলে
বাংলাদেশ

ওমর সুলতান ফাউন্ডেশন[] একটি বাংলাদেশী দাতব্য সংস্থা যা সারা দেশের সুবিধাবঞ্চিত এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে।[]

উন্নত ও মানসম্পন্ন শিক্ষার জন্য এই ফাউন্ডেশন শীর্ষস্থানীয় বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে সহায়তা প্রদান এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করে। ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স এ্যান্ড ম্যানেজমেন্ট এই ফাউন্ডেশনের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান।

ইতিহাস

ফাউন্ডেশনটি এম নুরুল আমিন বাংলাদেশের চন্ডনাইশ থানাায় প্রতিষ্ঠা করেছিলেন। এর লক্ষ্যটি ছিল ডিজিটাল বাংলাদেশ তৈরি করা এবং দক্ষ দেশ ও জাতি হিসাবে নিজেদের প্রচার করা।

ওমর সুলতান ফাউন্ডেশন কম্পিউটার ল্যাব, ব্যবসায়িক শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়[] এবং ওমর সুলতান ডেন্টাল ডিপার্টমেন্ট ইউএসটিসি, চট্টগ্রাম[] এই ফাউন্ডেশন থেকে পাওয়া অনুদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।

কার্যক্রম

  • মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম: গ্রামগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সহায়তা করা।
  • স্টুডেন্ট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম: দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা।
  • যুব উন্নয়ন প্রকল্প: বেকার যুবকদের স্বাধীন হওয়ার ক্ষেত্রে সহায়তা করা।
  • বৃত্তি: যে বুদ্ধিমান শিক্ষার্থীরা অর্থের জন্য পড়াশুনা করতে পারে না তাদের জন্য বৃত্তি প্রদান করা।
  • বৃত্তিমূলক প্রশিক্ষণ: কর্মহীন সম্পূর্ণ বা আধা শিক্ষিত ছোট বাচ্চাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।
  • চিকিৎসা পরিষেবা: স্বল্প আয়ের লোকদের জন্য স্বাস্থ্য পরিষেবা উপলভ্য করা।[]
  • গ্রামীণ মানুষের জন্য আমদানি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠা করা।[]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৯ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  2. প্রতিবেদক, নিজস্ব। "দুস্থদের জন্য ওমর সুলতান ফাউন্ডেশনের শীতবস্ত্র"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২০ 
  3. "Department of Business Studies, University of Dhaka"। ১৯ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  4. "USTC | University of Science and Technology Chittagong"www.ustc.ac.bd 
  5. "Welcome to ECom Health"ecomhealth.com 
  6. "Best procurement & Supply Company"ECOM Group Singapore। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!