ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান

ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: o rgyan rdzong pa chos skyong rgyal mtshan) (১৪৫৫-১৫২০) তিব্বতের জো-নাং বৌদ্ধবিহারের বিংশ প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী

ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান কৈশোরে বিনয় ও প্রজ্ঞাপারমিতা সম্বন্ধে নাম-ব্সোদ-ছেন-মো (ওয়াইলি: nam bsod chen mo) এবং ব্সোদ-নাম্স-য়ে-শেস (ওয়াইলি: bsod nams ye shes) নামক দুই বৌদ্ধভিক্ষুর নিকট শিক্ষালাভ করেন। তিনি সা-স্ক্যা বৌদ্ধবিহারে গো-রাম্স-পা-ব্সোদ-নাম্স-সেং-গে নামক বিখ্যাত সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের পন্ডিতের নিকট পাঁচ বছর ধরে তন্ত্র শিক্ষা করেন ও দীক্ষালাভ করেন। বত্রিশ বছর বয়সে তিনি মধ্য তিব্বতের রাওয়ামে মহাবিদ্যালয়ে অধ্যপক হিসেবে যোগ দেন ও এই মহাবিদ্যালয়ে সতেরো বছর শিক্ষকতা করেন। এই সময় তিনি ম্খ্যেন-রাব-ছোস-র্জে (ওয়াইলি: mkhyen rab chos rje) নামক নালেন্দ্র বিহারের প্রধানের নিকট মার্গফলকালচক্র সম্বন্ধে অধ্যয়ন করেন। এছাড়া তিনি দোন-য়োদ-র্নাম-র্গ্যাল (ওয়াইলি: don yod rnam rgyal), কুন-স্পাংস-ঙ্গাগ-দ্বাং-দ্পাল-'ব্যোর (ওয়াইলি: kun spangs ngag dbang dpal 'byor) এবং ব্দাগ-ছেন-ব্লো-গ্রোস-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: bdag chen blo gros rgyal mtshan) নামক তিন ভিক্ষুর নিকট মার্গফল সম্বন্ধে, ব্স্তান-'দ্জিন-ন্যি-মা-ব্জাং-পো (ওয়াইলি: bstan 'dzin nyi ma bzang po) নামক পন্ডিতের নিকট নিগুমার ছয় যোগ সম্বন্ধে এবং ছোস-স্ক্যোং-ব্জাং-পো (ওয়াইলি: chos skyong bzang po) নামক তিব্বতী অনুবাদকের নিকট বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে শিক্ষালাভ করেন। ছোস-গ্রাগ্স-র্গ্যা-ম্ত্শো নামক কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর সপ্তম র্গ্যাল-বা-কার্মা-পা তার অন্যতম শিক্ষক ছিলেন। বাষট্টি বছর বয়সে তিনি জো-নাং বৌদ্ধবিহারের বিংশ প্রধান হিসেবে নির্বাচিত হন। এই সময় তিনি দ্পাল-'খোর-ব্দে-ছেন (ওয়াইলি: dpal 'khor bde chen), শেল-দ্কার (ওয়াইলি: shel dkar), সা-স্ক্যা প্রভৃতি বৌদ্ধবিহারে হেবজ্র তন্ত্র, মার্গফল, কালচক্র, ছেদ সাধনা এবং সরহ পা রচিত দোঁহা সম্বন্ধে শিক্ষাদান করেন।[]

তথ্যসূত্র

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Orgyen Dzongpa Chokyong Gyeltsen"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৭ 
পূর্বসূরী
দ্পাল-ল্দান-রিন-ছেন
ও-র্গ্যান-দ্জোং-পা-ছোস-স্ক্যোং-র্গ্যাল-ম্ত্শান
জো-নাং বৌদ্ধবিহারের বিংশ প্রধান
উত্তরসূরী
স্গো-রুম-পা-কুন-দ্গা'-লেগ্স-পা

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!