এস্তাদিও চামার্তিন

চামার্তিন
মানচিত্র
পূর্ণ নামএস্তাদিও চামার্তিন
অবস্থানমাদ্রিদ, স্পেন
মালিকরিয়াল মাদ্রিদ
পরিচালকরিয়াল মাদ্রিদ
ধারণক্ষমতা২২,৫০০
নির্মাণ
চালু১৭ মে ১৯২৪
বন্ধ১৯৪৭
স্থপতিহোসে মারিয়া কাস্তেল
ভাড়াটে
রিয়াল মাদ্রিদ

এস্তাদিও চামার্তিন স্পেনের মাদ্রিদে অবস্থিত একটি বহু-ব্যবহৃত স্টেডিয়াম ছিল। এটি ১৯২৪ সালের ১৭ই মে তারিখে উদ্বোধন করা হয়। স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল। ১৯৪৭ সালে এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামটি উদ্বোধন করার পূর্ব পর্যন্ত এটি প্রাথমিকভাবে রিয়াল মাদ্রিদের সকল হোম ম্যাচের স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হতো। স্টেডিয়ামটিতে একসাথে ২২,৫০০ জন খেলা উপভোগ করতে পারতো।

বহিঃসংযোগ


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!