এলিন্তন আন্তোনিও কোস্তা মোরাইস (জন্ম: ৩০শে মার্চ ১৯৯০; লিলিউ নামেও পরিচিত) হলেন একজন ব্রাজিলীয় ফুটবলার, যিনি সুয়েডীয় সুপেরেত্তান ক্লাব ব্রোম্মাপইকায়নার হয়ে খেলেন।[১]
ক্লাব ক্যারিয়ার
নোম্মে কাইয়ু
২০১৭ সালের ৩রা জুলাই তারিখে, লিলিউ এস্তোনীয় ক্লাব নোম্মে কাইয়ুর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।[২] তিনি কাইয়ুর হয়ে ২০১৮ মেইস্ত্রিলিগায় ৩১টি গোল করে ক্লাবটির লীগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।[৩]
ব্রোম্মাপইকায়না
২০১৯ সালের ৭ই আগস্ট তারিখে, লিলিউ সুয়েডীয় ক্লাব ব্রোম্মাপইকায়নার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন।[৪]
তথ্যসূত্র
বহিঃসংযোগ