এল আছৌরিয়া মাদ্রাসাএল আছৌরিয়া মাদ্রাসার মাদ্রাসার আঙ্গিনা |
ধরন | মাদ্রাসা |
---|
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
---|
ঠিকানা | ৬২ নং হাওনেট আছৌর সড়ক, তিউনিস , |
---|
|
এল আছৌরিয়া মাদ্রাসা তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা। এটি তিউনিসের মদীনার একটি মাদ্রাসা। তিউনিসিয়ায় উসমানীয় সাম্রাজ্যের সময়ে নির্মিত হয়।
১৯৯২ সালের ১৯ অক্টোবর এই মাদ্রাসাটি ঐতিহ্যবাহী স্মৃতিস্তম্ভে পরিণত হয়। [১]
অবস্থান
মাদ্রাসাটি ৬২ নং হাওনেট আছৌর সড়কে অবস্থিত। সড়কের নাম অনুসারে মাদ্রাসাটির নামকরণ করা হয়। এই মাদ্রাসাটিতে একটি মিনার (১৫.৩ মিটার উঁচু) রয়েছে। [২]
মাদ্রাসাটি ইবনে তাফরগিন মাদ্রাসার ভগ্নাবশেষে নির্মিত হয়েছে।
চিত্রশালা
-
আছৌরিয়া মাদ্রাসার প্রবেশপথ
-
আছৌরিয়া মাদ্রাসা
-
এল আছৌরিয়া মাদ্রাসার সম্মুখভাগ
-
এল আছৌরিয়া মাদ্রাসার মিনার
-
এল আছৌরিয়া মাদ্রাসার নামফলক
-
এল আছৌরিয়া মাদ্রাসার মিনার
তথ্যসূত্র