এমটিভি আনপ্লাগড একটি এমটিভি টেলিভিশন ধারাবাহিক যেখানে অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী গান পরিবেশন করে থাকেন। এই অনুণ্ঠানে যে গানগুলো পরিবেশন করা হয় সেগুলো আগে শিল্পী দ্বারা আনুষ্ঠানিকভাবে মুক্তি দেয়া হয়।
মৌসুম ১
এই মৌসুম দশ পর্বের ছিল, যা ২০১১ সালের ১ অক্টোবরে আনুষ্ঠানিকভাবে প্রচারিত হয়। সকল সঙ্গীত শিল্পী সেসকল গান পরিবেশন করেন যা আগেই মুক্তি পেয়েছিল।
- পর্ব ১ (অক্টোবর ১, ২০১১ সাল)
- রাব্বি শেরগিল
- বুল্লাহ কি জানা
- বিলকিস
- হীর
- ছাল্লা
- গঙ্গা
- তেরে বিন
- জুগি
- পর্ব ২ (অক্টোবর ৮, ২০১১ সাল)
- মোহিত চৌহান
- মাজাক্কালি
- মাই নি মেরিয়ে
- গঙ্গা নাহালিয়ে
- গুঞ্চা কই
- ডুবা ডুবা
- বাবাজি
- তুমসে হি
মৌসুম ২
অনুষ্ঠানটির দ্বিতীয় মৌসুম আনুষ্ঠানিকভাবে নভেম্বর ৩, ২০১২ সালে প্রচারিত হয়। প্রায় দেড় মাস আগে দ্বিতীয় মৌসুমের প্রোমো ইউটউব এবং তাদের নিজস্ব সাইটে মুক্তি দেয়।
- পর্ব ১(নভেম্বর ২০১২)
- এ. আর. রহমান
বহিঃসংযোগ