এজাজ খান |
---|
২০১৪ সালে খান |
জন্ম | (1981-05-29) ২৯ মে ১৯৮১ (বয়স ৪৩)[১]
|
---|
মাতৃশিক্ষায়তন | বিশ্ব ভারতী স্কুল[৩] সেন্ট জেভিয়ার্স কলেজ, মির্জাপুর |
---|
পেশা | অভিনেতা, পরিচালক, প্রযোজক |
---|
কর্মজীবন | ২০০৩–বর্তমান |
---|
দাম্পত্য সঙ্গী | এন্ড্রিয়া খান |
---|
সন্তান | আলেকজান্ডার খান[৪] |
---|
পিতা-মাতা | |
---|
এজাজ খান (হিন্দি: एजाज़ खान; জন্ম: ২৯ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি প্রধানত হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন।[৫][৬]
কর্মজীবন
তিনি রক্ত চরিত্র এবং আল্লাহ কে বন্দে-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং রাহে তেরা আশিরবাদ এবং কহানি হমারে মহাভারত কি সহ বেশ কয়েকটি টেলিভিশন দৈনিক সোপে অভিনয় করেছেন।[৭] ২০১৩ সালে তিনি বিগ বস-৭-এ অংশগ্রহণ করেছিলেন।[৮] তিনি টিভি শো কমেডি নাইটস উইথ কপিল-এও উপস্থিত ছিলেন।[৯]
ব্যক্তিগত জীবন
তিনি এন্ড্রিয়া খানকে বিয়ে করেছেন।[১০] তাদের আলেকজান্ডার খান নামে একজন পুত্র সন্তান রয়েছে।[১১]
তথ্যসূত্র
বহিঃসংযোগ