একাডেমি ফিল্ম আর্কাইভ

একাডেমি ফিল্ম আর্কাইভ
গঠিত১৯৪৪
প্রতিষ্ঠাস্থানহলিউড, ক্যালিফোর্নিয়া
উদ্দেশ্যচলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণ
ক্ষেত্রসমূহচলচ্চিত্র
প্রধান প্রতিষ্ঠান
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস

একাডেমি ফিল্ম আর্কাইভ হল একাডেমি ফাউন্ডেশনের একটি অংশ। এটি ১৯৪৪ সালে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের শিক্ষা ও সংস্কৃতিমূলক কর্মকাণ্ড পরিচালনা ও তত্ত্বাবধানের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি এতে চলচ্চিত্রের ইতিহাসও সংরক্ষণ করা হয়। একাডেমি ফিল্ম আর্কাইভের বর্তমান রূপটি ১৯৯১ সালে শুরু হলেও একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ১৯২৯ সালে সর্বপ্রথম চলচ্চিত্র সংগ্রহ করে।

ক্যালিফোর্নিয়ার হলিউডের পিকফোর্ড সেন্ট্র ফর মোশন পিকচার স্টাডিতে অবস্থিত আর্কাইভটিতে বিভিন্ন ধরনের চলচ্চিত্র চিত্রের উপাদান রয়েছে। এই আর্কাইভের সংগ্রহে ১০৭,০০০টি চলচ্চিত্র ও ২৩০,০০০টি পৃথক বস্তু রয়েছে, তন্মধ্যে রয়েছে প্রারম্ভিক মার্কিন চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্রের বিশাল সংগ্রহ, চিত্রধারণকৃত ও টেপ করা সাক্ষাৎকার, হলিউড কিংবদন্তিদের অপেশাদার ও ব্যক্তিগত চলচ্চিত্র, রূপসজ্জা ও শব্দগ্রহণের রিল, ও প্রচুর পরিমাণ নিরিক্ষাধর্মী চলচ্চিত্র, এবং একাডেমি পুরস্কার বিজয়ী চলচ্চিত্র, একাডেমি পুরস্কার মনোনীত চলচ্চিত্র, এবং ১৯৪৯ সাল থেকে প্রতিটি একাডেমি পুরস্কার আয়োজনের সম্পূর্ণ সংগ্রহ।[]

প্যাকার্ড হিউমিনিটিজ ইনস্টিটিউট সংগ্রহশালাটি নেওয়ার পর এই আর্কাইভে বিশ্বের সবচেয়ে পরিচিত ট্রেইলারের সংগ্রহ রয়েছে। এছাড়া এই আর্কাইভটি চলচ্চিত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ করে থাকে, এবং সংরক্ষণের জন্য নতুন প্রযুক্তি ও কৌশল ব্যবহারে করে তারা ঐতিহাসিক ও শৈল্পিক গুণাবলি-সম্পন্ন ১১০০টি চলচ্চিত্র পুনরুদ্ধার করেছে।[]

তথ্যসূত্র

  1. "About the Archive: General Info"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৩০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 
  2. "Preserved Projects"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২০ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!