এ.টি.এম. ফজলে কবির |
---|
|
|
দায়িত্বাধীন |
অধিকৃত কার্যালয় ২৫ মার্চ ২০১১ |
|
|
জন্ম | (1947-01-01) ১ জানুয়ারি ১৯৪৭ (বয়স ৭৭) |
---|
জাতীয়তা | বাংলাদেশী |
---|
জীবিকা | বিচারক |
---|
এটিএম ফজলে কবির বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক বিচারক।[১][২] তিনি বাংলাদেশের আইন কমিশনের সাবেক সদস্য।[৩]
প্রাথমিক জীবন
কবির ১৯৪৭ সালের ১লা জানুয়ারি ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের চামগ্রাম - চাপাই নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।[৪]
কর্মজীবন
২০১০ সালের মার্চ মাসে কবির ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সরকারকে টাঙ্গাইল জেলার মধুপুর জাতীয় উদ্যান রক্ষার নির্দেশ দেন।[৫]
কবীর ২০১১ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত হন।[৪]
২০১৩ সালের ২২শে মার্চ কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান নিযুক্ত হন।[৪] তিনি বিচারপতি মো. নিজামুল হকের স্থলাভিষিক্ত হন[৬] ২০১৩ সালের ডিসেম্বরে চাপাই নবাবগঞ্জ জেলায় তাঁর বাড়িতে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।[৭] তিনি সালাহউদ্দিন কাদের চৌধুরী ও দেলোয়ার হোসেন সাঈদিকে মৃত্যুদণ্ড এবং গোলাম আজমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।[১][৮][৯] গুলাম আজমের বিরুদ্ধে রায়ের সমালোচনা করার জন্য তিনি হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে আদালত অবমাননার রায় জারি করেন।[১০]
২০১৪ সালের ১জানুয়ারি কবির অবসর গ্রহণ করেন ।[৪] ২৩ জানুয়ারি তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য নিযুক্ত হন।.[৬]
২০১৬ সালের মে মাসে বাংলাদেশ আইন কমিশন তাদের কমিশনার এ বি এম খায়রুল হক এম শাহ আলম এবং এ টি এম ফজলে কবিরের স্বাক্ষরিত একটি সুপারিশ জারি করে যে বাংলাদেশ প্রেস কাউন্সিলকে ৩০ দিনের জন্য একটি সংবাদপত্রের প্রকাশনা স্থগিত করার ক্ষমতা দেওয়া হবে।[১১] প্রেস কাউন্সিল প্রতিক্রিয়া জানিয়েছিল যে তারা এই ধরনের কর্তৃত্ব চায় না।[১১]
তথ্যসূত্র