উমর আমিন
|
জন্ম | (1989-10-16) ১৬ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৫) রাওয়ালপিন্ডি পাকিস্তান |
---|
উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার) |
---|
ব্যাটিংয়ের ধরন | বা-হাতি |
---|
বোলিংয়ের ধরন | ডান-হাতি মিডিয়াম |
---|
ভূমিকা | অল-রাউন্ডার |
---|
|
জাতীয় দল | |
---|
টেস্ট অভিষেক (ক্যাপ ২০০) | ১৩ জুলাই ২০১০ বনাম অস্ট্রেলিয়া |
---|
শেষ টেস্ট | ৬–৯ অাগাস্ট ২০১০ বনাম ইংল্যান্ড |
---|
ওডিআই অভিষেক (ক্যাপ ১৭৬) | ১৫ জুন ২০১০ বনাম দক্ষিণ আফ্রিকা |
---|
ওডিআই শার্ট নং | ৮৪ |
---|
টি২০আই অভিষেক (ক্যাপ ৫১) | ২৭ জুলাই ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ |
---|
টি২০আই শার্ট নং | 9 |
---|
|
---|
|
প্রতিযোগিতা |
টেস্ট |
ওয়ানডে |
এফসি |
এলএ |
---|
ম্যাচ সংখ্যা |
৪ |
১৪ |
৭২ |
৭৬ |
রানের সংখ্যা |
৫৯ |
২৫০ |
৪,৫৬৯ |
২,২৩৬ |
ব্যাটিং গড় |
১৪.৭৫ |
১৯.২৩ |
৩৮.০৭ |
৩১.৪৯ |
১০০/৫০ |
০/০ |
০/১ |
৯/২৬ |
৩/১৪ |
সর্বোচ্চ রান |
৩৩ |
৫৯ |
২৮১ |
১২৫* |
বল করেছে |
৪৮ |
৩০ |
১,৭৩৩ |
৫৯৭ |
উইকেট |
৩ |
০ |
২৪ |
১১ |
বোলিং গড় |
৯.৫০ |
০ |
৩৫.১৬ |
৪৬.১৮ |
ইনিংসে ৫ উইকেট |
– |
০ |
০ |
০ |
ম্যাচে ১০ উইকেট |
– |
০ |
০ |
০ |
সেরা বোলিং |
১/৭ |
০ |
৩/৩২ |
২/২৭ |
ক্যাচ/স্ট্যাম্পিং |
১/- |
৩/- |
৫৪/– |
৩৯/– | |
|
---|
|
উমর আমিন (জন্মঃ ১৬ অক্টোবর ১৯৮৯) একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি ২০১০ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন।[১] উমর আমিন অভিষেক ম্যাচে শচীন টেন্ডুলকারের ব্যবহৃত ব্যাটে ব্যাটিং করেন।[২]
ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আমিনকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[৩] তিনি লর্ডসে ২০১০ সালের ১৩ জুলাই সিরিজের ১ম টেস্ট ম্যাচে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়।
খেলোয়াড়ী জীবন
আমিনের আন্তর্জাতিক কর্মজীবন শুরু করেছিলেন ২০১০ সালের এশিয়া কাপের মাধ্যমে; যেখানে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৭ রান করতে সামর্থ্য হন।[৪]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ