উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনেল

উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনেল
জন্ম(১৮২৯-১২-১৭)১৭ ডিসেম্বর ১৮২৯
চেলটেনহ্যাম, গ্লুচেস্টারশায়ার
মৃত্যু৩১ জুলাই ১৮৯৪(1894-07-31) (বয়স ৬৪)
চেলটেনহ্যাম, গ্লুচেস্টারশায়ার
সমাধি
সেন্ট পিটার্স চার্চইয়ার্ড, লেকহ্যাম্পটন
আনুগত্যযুক্তরাজ্য
যুদ্ধ/সংগ্রামসিপাহী বিদ্রোহ ১৮৫৭
পুরস্কারভিক্টোরিয়া ক্রস
অন্য কাজবিচারক

উইলিয়াম ফ্রেজার ম্যাকডোনেল ভিসি (১ ডিসেম্বর ১৮২৯ - ৩১ জুলাই ১৮৯৪) ছিলেন একজন ব্রিটিশ বেসামরিক কর্মচারী, বিচারক এবং ভিক্টোরিয়া ক্রস প্রাপ্ত ব্যক্তি, তিনি ভিসির পুরস্কার প্রাপ্ত পাঁচ জনের মধ্যে একজন।

শিক্ষা ও কর্ম

তিনি চেল্টেনহ্যাম কলেজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলেজ, হাইলিবারি এবং ইম্পেরিয়াল সার্ভিস কলেজ পড়াশোনা করেছেন। ১৮৫৭ সালের ৩০ জুলাই ২৭ বছর বয়সে ভারতীয় বিদ্রোহের সময় বেঙ্গল সিভিল সার্ভিসের একজন বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্য ছিলেন। শত্রুর সম্মুখে বীরত্বের জন্য তাকে সর্বোচ্চ সামরিক পদক ভিক্টোরিয়া ক্রস প্রদান করা হয়। যা ব্রিটিশ এবং কমনওয়েলথভূক্ত দেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে দেয়া হয়।

১৮৭৪ থেকে ১৮৭৬ সাল পর্যন্ত তিনি কলকাতা হাইকোর্টের বিচারক ছিলেন। []

পদক

তার ভিসি লন্ডনের ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়ামের লর্ড অ্যাশক্রফট গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে।

ম্যাকডোনেল স্মৃতিস্তম্ভ কলকাতা

McDonell drinking fountian Kolkata
কলকাতায় ম্যাকডোনেল স্মৃতিস্তম্ভ।

উইলাম ফ্রেজার ম্যাকডোনেলের জন্য উৎসর্গিত কলকাতা হাইকোর্টের ঠিক পাশেই একটি বিস্মৃত পানির ফোয়ারা। []

তথ্যসূত্র

  1. "নং. 24595"দ্যা লন্ডন গেজেট (ইংরেজি ভাষায়)। ২১ জুন ১৮৭৮। 
  2. ডগ, ডেসমন্ড। একটি শিল্পী ছাপ (ইংরাজি ভাষায়)। দ্যা স্টেটসম্যান। 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!