ইসলামিক সোসাইটি অব ওয়েস্টার্ন মেরিল্যান্ড (আইএসডাব্লিউএমডি), মেরিল্যান্ডেরহ্যাগার্সটাউনে অবস্থিত একটি মসজিদ।[১] মসজিদটি পশ্চিম মেরিল্যান্ডে নামাজের জন্য বিশেষত নির্মিত প্রথম স্থায়ী কাঠামো বিশিষ্ট মসজিদ ছিল। ১৯৯৪ সালে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল।
এই প্রতিষ্ঠানটি পাঁচ বছরের জন্য ডে-কেয়ার হিসেবে চালানো হয়েছিল। ২০০৩ সালে ডে-কেয়ারের জন্য হুমকি আসে। এই উদ্বেগের কারণে ২০০৩ সালে এটি বন্ধ করে দেওয়া হয়।[২]