ইসলামিক ফাউন্ডেশন উত্তর ইলিনয় ওয়াকেগানে অবস্থিত একটি মসজিদ। এর বর্তমান ভবনটি ২০০৪ সালে নির্মিত হয়েছিল। ১৯৭৪ সাল থেকে শিকাগোর উত্তরের শহরতলির মুসলিম সম্প্রদায়ের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠিত হওয়ার পরে এই সংস্থাটি নিজে থেকেই বিদ্যমান ছিল।[১] এটি ইলিনয়ের ভিলা পার্কে ইসলামিক ফাউন্ডেশন,ইলিনয় সাথে অনুমোদিত নয়। মসজিদের ইমাম হলেন আজফার উদ্দিন।