ইল্যম্নিয়াস পিলি

ব্রহ্মপুত্র পামফ্লাই
Brahmaputra Palmfly
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণীজগৎ
পর্ব: সন্ধিপদী
শ্রেণী: পতঙ্গ
বর্গ: লেপিডোপ্টেরা
পরিবার: Nymphalidae
গণ: Elymnias
প্রজাতি: E. pealii
দ্বিপদী নাম
Elymnias pealii

ব্রহ্মপুত্র পামফ্লাই (বৈজ্ঞানিক নাম: Elymnias pealii (Wood-Mason)) 'নিমফ্যালিডি'(Nymphalidae) গোত্র ও 'লিমেনিটিডিনি' (Limenitidinae) উপ-গোত্রের অন্তর্ভুক্ত প্রজাতি।[] ভারতএর বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে এই প্রজাতি তফ্‌সিল ১ এর তালিকার অন্তর্ভুক্ত।[]

আকার

প্রসারিত অবস্থায় ব্রহ্মপুত্র পামফ্লাই এর ডানার আকার ৭৫-৮৫ মিলিমিটার দৈর্ঘ্যের হয়।[]

বিস্তার

এই প্রজাতি ভারত এর আসাম[] থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে দেখা যায়।[]

তথ্যসূত্র

  1. Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter Grossschmetterlinge Erde 9
  2. "Elymnias peali Wood-Mason, 1883 - Brahmaputra Palmfly"Butterflies of India। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪ 
  3. Isaac, Kehimkar (২০১৬)। BHNS Field Guides Butterflies of India। Mumbai: Bombay Natural History Society। পৃষ্ঠা ৩৬১। আইএসবিএন 9789384678012 
  4. Gogoi, R., Chetry, A., & Bhuyan, A. (2023). Diversity and species richness of butterfly in soraipung range of Dehing Patkai National Park, Assam, India. The Journal of Basic and Applied Zoology, 84(1), 6.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!