মুহাম্মদ ইলিয়াস গুম্মান |
---|
ইলিয়াস গুম্মানের প্রতিকৃতি |
জন্ম | (1969-04-12) ১২ এপ্রিল ১৯৬৯ (বয়স ৫৫)
|
---|
নাগরিকত্ব | পাকিস্তানি |
---|
মাতৃশিক্ষায়তন | জামিয়া বিন্নুরীয়া |
---|
পেশা | প্রধান, আহনাফ মিডিয়া সার্ভিসেস |
---|
প্রতিষ্ঠান | আলমি মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামাআত, সারগোদা |
---|
মুহাম্মদ ইলিয়াস গুম্মান একজন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, ধর্ম প্রচারক, লেখক এবং সারগোদায় অবস্থিত মারকাজ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রধান।[১][২]
প্রারম্ভিক জীবন এবং পেশা
গুম্মান ১২ এপ্রিল ১৯৬৯ সালে সরগোধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি জামিয়া বিন্নুরীয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।
২০০৫ সালে তিনি সরগোধার বিভাগীয় কমিশনার সৈয়দ তাজামুল আব্বাস হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।[৩] ২০০৬ সালে শিয়া আলেম বশির হুসেন হোসেন বুখারী হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হয়।[৪]
২০১৮ সালের আগস্টে, তিনি মেরা পাকিস্তান নামে একটি বই প্রকাশ করেছিলেন।[৫][৬]
তার শায়খ ছিলেন হাকিম মুহাম্মদ আখতার।
বই
তার রচিত বই সমূহের মধ্যে রয়েছে:[৭]
- ফিরকায়ে আহলে হাদিসি পাক ওয়া হিন্দ কা তৌকীক জাইজা, ২০১০ (আহলে হাদিসদের সমালোচনা)
- ফিরকায়ে বেরলভীয়াত পাক ওয়া হিন্দ কা তৌকীক জাইজা, ২০১২ (বেরলভিদের সমালোচনা)
- মাজমুয়ায়ে মুতাকাল্লিমে ইসলাম, ২০১২
- মাজলিসে মুতাকাল্লিমে ইসলাম, ২০১৩, ২ খণ্ড
- ফিরকায়ে সাইফিয়াহ কা তৌকিক জাইজা, ২০১৩
- খুতবায়ে মুতাকাল্লিমে ইসলাম, ২০১৩, ৩ খণ্ড
- ফিরকায়ে জামাআতুল মুসলিমান কা তৌকিকি জাইজা, ২০১৩
- জিহাদ ফি সাবিলিল্লাহ
- কানজুল ইমান কা তৌকিক জাইজাহ, ২০১৪ ইত্যাদি
তথ্যসূত্র