ইয়ে লমহে জুদাই কে |
---|
ইয়ে লমহে জুদাই কে চলচ্চিত্রের পোস্টার |
পরিচালক | বিরেন্দ্র নাথ তিওয়ারি |
---|
প্রযোজক | রিতেশ জি নেয়ার |
---|
চিত্রনাট্যকার | নাগেশ ভারদ্বাজ |
---|
কাহিনিকার | অনিরুধ তিওয়ারি |
---|
শ্রেষ্ঠাংশে | শাহরুখ খান রাভিনা ট্যান্ডন মহ্নিশ বেহল নাভনীত নিশান |
---|
সুরকার | নিখিল-বিনয় |
---|
চিত্রগ্রাহক | মানিশ ভট্ট মাসুদ কুরেশী |
---|
পরিবেশক | আর জি নেয়ার ফিল্মস |
---|
মুক্তি | ৯ এপ্রিল, ২০০৪ |
---|
দেশ | ভারত |
---|
ভাষা | হিন্দি |
---|
ইয়ে লমহে জুদাই কে (হিন্দি: ये लम्हे जुदाई के, ইংরেজি: Yeh Lamhe Judaai Ke - "The Moments of Separation") এটি বলিউড এর ধীরগতিতে মুক্তিপ্রাপ্ত একটি রোমান্স চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন বিরেন্দ্র নাথ তিওয়ারি এবং প্রযোজনা করেছেন রিতেশ জি নেয়ার। ছবিতে প্রধান দুটি চরুত্রে অভিনয় করেছেন শাহরুখ খান ও রাভিনা ট্যান্ডন এছাড়াও আছেন মহ্নিশ বেহল, নাভনীত নিশান ও কিরণ কুমার। কাহিনী লিখেছেন অনিরুধ তিওয়ারি, এই ছবিটি প্রকৃতপক্ষে ১৯৯৪ সালে শুরু হয়, যদিও এটা ৯ এপ্রিল, ২০০৪-এ মুক্তি হয়েছিল।
শ্রেষ্ঠাংশে
- শাহরুখ খান - দুশান্ট
- রবিনা ট্যান্ডন - জয়া
- অমিত কুমার - রাহুল
- রাশামি দেসাই -
- মহ্নিশ বেহল - সুজিত
- কিরণ কুমার - রাজপাল
- দীপক প্রসার -
- অভতার গিল - কমলেশ ধিংরা
- নাভনীত নিশান - নিশা
- দেভেন ভজানি -
তথ্যসূত্র
বহিঃসংযোগ