ইয়াসিন আদলি

ইয়াসিন আদলি
২০২০ সালে বর্দোর হয়ে আদলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়াসিন জিনেদিন আদলি
জন্ম (2000-07-29) ২৯ জুলাই ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান ভিটরে-সুর-সেয়নে, ফ্রান্স
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মিডফিল্ডার
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসি মিলান
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৬–২০১৩ ইউএস ভিলিসুইভ
২০১৩–২০১৮ প্যারিস সেইন্ট-জার্মেইন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭–২০১৮ প্যারিস সেইন্ট-জার্মেইন বি (৩)
২০১৮–২০১৯ প্যারিস সেইন্ট-জার্মেইন (০)
২০১৯–২০২১ বর্দো ৬৭ (৫)
২০২১– এসি মিলান (০)
২০২১–২০২২বর্দো (ধারে) ৩২ (১)
জাতীয় দল
২০১৫–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ ১০ (৪)
২০১৬–২০১৭ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ১৬ (৬)
২০১৭–২০১৮ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (৩)
২০১৮– ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (১)
২০১৮–২০১৯ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১:৫০, ৩০ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

ইয়াসিন আদলি (জন্ম: ২৯ জুলাই ২০০০) হলেন একজন আলজেরীয় ফুটবলার যিনি বর্তমানে একজন মিডফিল্ডার হিসেবে ইতালির পেশাদার ফুটবলের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব এসি মিলানের হয়ে খেলেন।[]

খেলোয়াড়ী জীবন

প্যারিস সেইন্ট-জার্মেইন

২০১৮ সালের ১৯শে মে, ফরাসি ঘরোয়া লিগ লিগ ওয়ান-এর মৌসুমের ফাইনাল ম্যাচে আরেক ফরাসি ক্লাব কায়েন-এর বিপক্ষে হওয়া ম্যাচের মাঠে নামার মধন্য দিয়ে আদলি একজন পেশাদার ফুটবলার হিসেবে অভিষিক্ত হন। ঘরের বাইরের মাঠে ০-০ গোলে ড্র হওয়া খেলাটিতে তিনি ৮৩তম মিনিটে মাঠে নামেন, উক্ত ম্যাচটিতে তিনি তার সতীর্থ ক্রিস্টোফার এনকুনকু-এর বদলে মাঠে নামেন।[]

এসি মিলান

২০২১ সালের ৩১ আগস্ট আদলি আনুষ্ঠানিকভাবে ৫ বছরের চুক্তিতে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দেন।[]

আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন

ইয়াসিনের জন্ম ফ্রান্সে এবং তিনি আলজেরীয় বংশধর।[] আদলি ফ্রান্স দলের একজন কিশোর আন্তর্জাতিক ফুটবলার, এবং তিনি ২০১৭ ইউয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্ববাপ-এ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল-এর হয়ে ফরাসিদের প্রতিনিধিত্ব করেছেন।[]

খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান

৩০ আগস্ট ২০২২ [] পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব অনুযায়ী গোল এবং উপস্থিতি, মৌসুম এবং প্রতিযোগিতা
ক্লাব মৌসুম লিগ জাতীয় কাপ লিগ কাপ ইউরোপ অন্যান্য সর্বমোট
বিভাগ উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল উপস্থিতি গোল
প্যারিস সেইন্ট-জার্মেইন ২০১৭–১৮ লিগ ১
২০১৮–১৯ লিগ ১
মোট
বর্দো ২০১৮–১৯ লিগ ১
২০১৯–২০ লিগ ১ ২১ ২৫
২০২০–২১ লিগ ১ ৩৫ ৩৬
২০২১–২২ লিগ ১ ৩৬ ৩৬
মোট ৯৯ ১০৪
এসি মিলান ২০২২–২৩ সেরিয়ে আ
ক্যারিয়ার সর্বমোট ১২২ ১০ ১২৭ ১০

তথ্যসূত্র

  1. "Yacine Adli Socceway Profile"। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  2. "Caen vs. PSG - 19 May 2018 - Soccerway"। soccerway.com। সংগ্রহের তারিখ ১৯ মে ২০১৮ 
  3. "Official Statement: Yacine Adli"AC Milan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-০৬ 
  4. "Yacine Adli : La pépite franco-algérienne affole l'Europe"। ২৮ ফেব্রুয়ারি ২০১৮। 
  5. "Yacine Adli is France's answer to Ryan Sessegnon.. and he can leave PSG for £250k"। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। 

বহিঃসংযোগ

টেমপ্লেট:Titi d'Or winners

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!