ইয়াসিন আদলি (জন্ম: ২৯ জুলাই ২০০০) হলেন একজন আলজেরীয় ফুটবলার যিনি বর্তমানে একজন মিডফিল্ডার হিসেবে ইতালির পেশাদার ফুটবলের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব এসি মিলানের হয়ে খেলেন।[১]
খেলোয়াড়ী জীবন
প্যারিস সেইন্ট-জার্মেইন
২০১৮ সালের ১৯শে মে, ফরাসি ঘরোয়া লিগ লিগ ওয়ান-এর মৌসুমের ফাইনাল ম্যাচে আরেক ফরাসি ক্লাব কায়েন-এর বিপক্ষে হওয়া ম্যাচের মাঠে নামার মধন্য দিয়ে আদলি একজন পেশাদার ফুটবলার হিসেবে অভিষিক্ত হন। ঘরের বাইরের মাঠে ০-০ গোলে ড্র হওয়া খেলাটিতে তিনি ৮৩তম মিনিটে মাঠে নামেন, উক্ত ম্যাচটিতে তিনি তার সতীর্থ ক্রিস্টোফার এনকুনকু-এর বদলে মাঠে নামেন।[২]
এসি মিলান
২০২১ সালের ৩১ আগস্ট আদলি আনুষ্ঠানিকভাবে ৫ বছরের চুক্তিতে ইতালির ক্লাব এসি মিলানে যোগ দেন।[৩]
আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন
ইয়াসিনের জন্ম ফ্রান্সে এবং তিনি আলজেরীয় বংশধর।[৪] আদলি ফ্রান্স দলের একজন কিশোর আন্তর্জাতিক ফুটবলার, এবং তিনি ২০১৭ ইউয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্ববাপ-এ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ফুটবল দল-এর হয়ে ফরাসিদের প্রতিনিধিত্ব করেছেন।[৫]
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
- ৩০ আগস্ট ২০২২ [১] পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব অনুযায়ী গোল এবং উপস্থিতি, মৌসুম এবং প্রতিযোগিতা
ক্লাব
|
মৌসুম
|
লিগ
|
জাতীয় কাপ
|
লিগ কাপ
|
ইউরোপ
|
অন্যান্য
|
সর্বমোট
|
বিভাগ |
উপস্থিতি |
গোল |
উপস্থিতি |
গোল |
উপস্থিতি |
গোল |
উপস্থিতি |
গোল |
উপস্থিতি |
গোল |
উপস্থিতি |
গোল
|
প্যারিস সেইন্ট-জার্মেইন
|
২০১৭–১৮
|
লিগ ১
|
১ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
১ |
০
|
২০১৮–১৯
|
লিগ ১
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
০
|
মোট
|
১ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
০ |
১ |
০
|
বর্দো
|
২০১৮–১৯
|
লিগ ১
|
৭
|
০
|
০
|
০
|
০
|
০
|
—
|
০
|
০
|
৭
|
০
|
২০১৯–২০
|
লিগ ১
|
২১
|
৩
|
২
|
০
|
২
|
০
|
—
|
—
|
২৫
|
৩
|
২০২০–২১
|
লিগ ১
|
৩৫
|
২
|
১
|
০
|
—
|
—
|
—
|
৩৬
|
২
|
২০২১–২২
|
লিগ ১
|
৩৬
|
১
|
০
|
০
|
—
|
—
|
—
|
৩৬
|
১
|
মোট
|
৯৯
|
৬
|
৩
|
০
|
২
|
০
|
—
|
—
|
১০৪
|
৬
|
এসি মিলান
|
২০২২–২৩
|
সেরিয়ে আ
|
২
|
০
|
০
|
০
|
—
|
০
|
০
|
০
|
০
|
২
|
০
|
ক্যারিয়ার সর্বমোট
|
১২২
|
১০
|
৩
|
০
|
২
|
০
|
০
|
০
|
০
|
০
|
১২৭
|
১০
|
তথ্যসূত্র
বহিঃসংযোগ
টেমপ্লেট:Titi d'Or winners