ইয়ান নেলসন |
---|
জন্ম | ইয়ান মাইকেল নেলসন (1995-04-10) ১০ এপ্রিল ১৯৯৫ (বয়স ২৯)
|
---|
পেশা | অভিনেতা, গায়ক, নৃত্য শিল্পী |
---|
কর্মজীবন | ২০১১ – বর্তমান |
---|
উচ্চতা | ১৭৮ সেমি (৫ ফু ১০ ইঞ্চি) |
---|
ইয়ান মাইকেল নেলসন (জন্ম এপ্রিল ১০, ১৯৯৫)[তথ্যসূত্র প্রয়োজন] হলেন একজন মার্কিন অভিনেতা, যিনি মার্কিন টেলিভিশন চ্যানেল এমটিভি-এ প্রচারিত ধারাবাহিক টিন ওল্ফ-এ তরুন ডেরেক হেইল এবং ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন দৃশ্যকাব্যিক চলচ্চিত্র দ্য জজ-এ এরিক পালমার ভূমিকায় অভিনয় করেছেন।
ব্যক্তিগত জীবন
নেলসন, মার্ক এবং জানি নেলসনের পুত্র। তিনি একজন প্রশিক্ষিত গায়ক, নৃত্য শিল্পী এবং অভিনেতা, এছাড়াও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্য-এর নিউ ইয়র্ক শহর-এ আয়োজিত, মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পন্য বিক্রয়কারী বিপনী প্রতিষ্ঠান মেসি'স দ্বারা আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় কুজকাওয়াজ মেসি'স থ্যাংসগিভিং ডে প্যারেড-এ অংশ নিতে দেখা যায়। ১০ম এবং ১১তম গ্রেডে পড়ার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের লেউইসভ্যিলি শহরে অবস্থিত "ফর্সইউথ কান্ট্রি ডে স্কুল"-এ পড়াশোনা করেন।[তথ্যসূত্র প্রয়োজন]
চলচ্চিত্র সমূহ
চলচ্চিত্র
ছোট পর্দা
মঞ্চ
তথ্যসূত্র
বহিঃসংযোগ