ইমাম আলী অফিসার্স ইউনিভার্সিটি (ফারসি: دانشگاه افسری امام علی; সংক্ষিপ্ত : دا اف, ডিএএএফ), পূর্বে অফিসার্স স্কুল (ফারসি: دانشکده افسری) নামে পরিচিত ছিল।[১] ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ডের সামরিক একাডেমী। ইরানের তেহরানে অবস্থিত। একাডেমির ক্যাডেটরা স্নাতক শেষে দ্বিতীয় লেফটেন্যান্ট পদ অর্জন করে এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ড ফোর্সে যোগ দেয়।[২]
তথ্যসূত্র
↑"اسم هاي مخفف در نيروهاي مسلح" (Persian ভাষায়)। Parsine। ৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)