ইমাম আলী অফিসার্স একাডেমি

ইমাম আলী অফিসার্স একাডেমি
Imam Ali Officers' University
دانشگاه افسری امام علی
বিশ্ববিদ্যালয় লোগো
প্রাক্তন নামসমূহ
অফিসার্স স্কুল
নীতিবাক্য
ফার্সি: ایمان، انضباط، آموزش
বাংলায় নীতিবাক্য
প্রার্থণা, নিয়মনীতি, শিক্ষা
ধরনসামরিক একাডেমী
স্থাপিত৫ ডিসেম্বর ১৯২১ (1921-12-05)
অধিভুক্তি ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ড ফোর্সেস
Commandantবিগ্রেডিয়ার জেনারেল ফাতেহউল্লাহ রাশেদুজ্জাহ
অবস্থান,
শিক্ষাঙ্গনশহর
পোশাকের রঙ     
খাকি, ক্রিম and বাদামীর বর্ণচ্ছটা
ওয়েবসাইটimamaliuniv.aja.ir
মানচিত্র

ইমাম আলী অফিসার্স ইউনিভার্সিটি (ফারসি: دانشگاه افسری امام علی; সংক্ষিপ্ত : دا اف, ডিএএএফ), পূর্বে অফিসার্স স্কুল (ফারসি: دانشکده افسری) নামে পরিচিত ছিল।[] ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ডের সামরিক একাডেমী। ইরানের তেহরানে অবস্থিত। একাডেমির ক্যাডেটরা স্নাতক শেষে দ্বিতীয় লেফটেন্যান্ট পদ অর্জন করে এবং ইসলামী প্রজাতন্ত্রের ইরান আর্মি গ্রাউন্ড ফোর্সে যোগ দেয়।[]

তথ্যসূত্র

  1. "اسم هاي مخفف در نيروهاي مسلح" (Persian ভাষায়)। Parsine। ৬ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬ 
  2. اصلي/دانشگاه افسري امام علي (ع) نيروي زميني ارتش جمهوري اسلامي ايران (ফার্সি ভাষায়), Islamic Republic of Iran Army, ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!