ইমতিয়াজ আলী (ক্রিকেটার)

ইমতিয়াজ আলী
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ইমতিয়াজ আলী
জন্ম২৮ জুলাই, ১৯৫৪
মারাভাল, ত্রিনিদাদ ও টোবাগো
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক গুগলি
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ১৫৪)
৭ এপ্রিল ১৯৭৬ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭২ - ১৯৭৯পূর্ব ত্রিনিদাদ
১৯৭৩ - ১৯৮০ত্রিনিদাদ ও টোবাগো
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪৬
রানের সংখ্যা ৫৫৮
ব্যাটিং গড় - ১১.১৬ ২.০০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১* ৪৮*
বল করেছে ২০৪ ৯,০৮৪ ৬০
উইকেট ১৫৭
বোলিং গড় ৪৪.৫০ ২৬.২৯ ২৮.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৩৭ ৮/৩৮ ১/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ০/- ২২/- ০/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২ আগস্ট ২০২০

ইমতিয়াজ আলী (জন্ম: ২৮ জুলাই, ১৯৫৪) ত্রিনিদাদ ও টোবাগোর মারাভাল এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়কালে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[]

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগো দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ লেগ ব্রেক গুগলি বোলিং করতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন তিনি।

খেলোয়াড়ী জীবন

১৯৭১-৭২ মৌসুম থেকে ১৯৭৯-৮০ মৌসুম পর্যন্ত ইমতিয়াজ আলী’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। খেলোয়াড়ী জীবনের শুরুতে বেশ প্রতিশ্রুতিশীলতার পরিচয় দিয়েছিলেন তিনি। দূর্ভাগ্যবশতঃ কেবলমাত্র একবারই নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ঘটানোর সুযোগ লাভ করেছিলেন।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ইমতিয়াজ আলী। ৭ এপ্রিল, ১৯৭৬ তারিখে পোর্ট অব স্পেনে সফরকারী ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

১৯৭৫-৭৬ মৌসুমে ভারত দল ওয়েস্ট ইন্ডিজ গমনে আসে। নিজ মাঠে সফরকারীদের বিপক্ষে খেলে কেবলমাত্র দুইটি উইকেট পেয়েছিলেন। এছাড়াও, ঐ সময় ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি পেস নির্ভর আক্রমণে ঝুঁকে পড়েছিল।

তথ্যসূত্র

  1. "Imtiaz Ali"ইএসপিএনক্রিকইনফো। সংগৃহীত 31 August 2017। (ইংরেজি)

আরও দেখুন

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!