ইভা মরিস (ইংরেজি: Eva Morris; জন্ম: ৩১ জানুয়ারি ১৯৯৮) হলেন একজন নিউজিল্যান্ডীয় সমলয় সাঁতারু, যিনি নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
মরিস নিউজিল্যান্ডের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
ইভা মরিস ১৯৯৮ সালের ৩১শে জানুয়ারি তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
মরিস নিউজিল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি নিনা ব্রাউনের সাথে নিউজিল্যান্ডের দ্বৈত হিসেবে মহিলাদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন;[১] প্রতিযোগিতাটিতে তারা সর্বমোট ৩৫৪.৬০০৬ পয়েন্ট অর্জন করে ১৭তম স্থান অধিকার করেছেন; যেখানে টেকনিকাল এবং ফ্রি রুটিনে তারা যথাক্রমে ১৮৮.০৯০১ এবং ১৬৬.৫১০৫ পয়েন্ট পেয়েছিলেন।[৩]
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- উইকিউপাত্তে এই নিবন্ধটির কোনও সংযোগ নেই