ইবনে জুজাই

ইবনে জুজাই
ابن جزى
জন্ম
মুহাম্মাদ

১৩২১
মৃত্যু১৩৫৭(1357-00-00) (বয়স ৩৫–৩৬)
পেশালেখক, ইতিহাসবেত্তা
নিয়োগকারীআবু ইনান ফারিস
উল্লেখযোগ্য কর্ম
  • রিহলা
  • কাওয়ানিনুল ফিকহিয়া
  • আকরাবুল উসুল আলা ইলমুল উসুল
পিতা-মাতা
  • আবুল কাসিম মুহাম্মদ ইবনে জুজাই (পিতা)

আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আহমেদ ইবনে জুজাই আল কালবি (১৩২১–১৩৫৭) (আরবি: محمد بن محمد بن أحمد بن عبد الله بن يحيى بن يوسف بن عبد الرحمن بن جزي الكلبي الغرناطي) ছিলেন আন্দালুসের একজন পণ্ডিত, কবি, ইতিহাসবিদ ও আইন বিষয়ক লেখক। ইবনে বতুতার ভ্রমণকাহিনীকে লিখিত রূপ দেয়ার জন্য তিনি মূলত পরিচিত। ইবনে জুজাই রিও সালাডোর যুদ্ধে নিহত আবুল কাসিম মুহাম্মদ ইবনে জুজাইয়ের পুত্র।[]

ইবনে জুজাই ১৩৫২-৫৫ সালের মধ্যে ইবনে বতুতার রিহলা রচনার সমাপ্ত করেন।[] সেসাথে তিনি কাওয়ানিনুল ফিকহিয়া নামক গ্রন্থ রচনা করেছেন।[] এতে মালিকি মাজহাবের উপর মূলত কেন্দ্র করে অন্য সুন্নি মাজহাবসমূহ (হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, জাহিরি) নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও তিনি তার তাফসির, আইনি তত্ত্বের উপর তার গ্রন্থ আকরাবুল উসুল আলা ইলমুল উসুল রচনা করেছেন। সুফিবাদ নিয়েও তার লেখা রয়েছেন। তার শিক্ষকদের মধ্যে অন্যতম হলেন ইবনে রুশদের নাতি ইবনে রুশদ আল সগির যিনি বিদাতুল মুজতাহিদ এর লেখক।

ইবনে জুজাই ইবনে বতুতার রিহলা সম্পন্ন করার দুই বছর পর ১৩৫৭ সালে ফেজে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

  1. F.N. Vázquez Basanta Abu l-Qasim Ibn Yuzayy: fuentes árabes, Al-Andalus Magreb: Estudios árabes e islámicos, ISSN 1133-8571, Nº 6, 1998 , pags. 251-288
  2. Ross Dunn 'The 'Adventures of Ibn Battuta: A Muslim Traveler of the 14th Century, p. 313
  3. Muhammad ibn Ahmad Ibn Juzayy Qawanin al-ahkam al-shar'iyah wa-masa'il al-furu' al-fiqhiyah. Bayrut 1979

গ্রন্থপঞ্জি

  • Ibn Juzayy, Muhammad ibn Ahmad, Tasfiyat al-qulub fi al-wusul ila hadrat 'Allam al-Ghuyub / li-Ibn Juzayy al-Gharnati ; dirasat wa-tahqiq Munir al-Qadiri Bu Dashish ; taqdim Ahmad al-Tawfiq. al-Tab'ah 1. [Casablanca : s.n.], 1998 আইএসবিএন ৯৯৮১-১৯৫১-০-৩
  • M. Isabel Calero Secall, RULERS AND QĀDĪS: THEIR RELATIONSHIP DURING THE NASRID KINGDOM, in: Journal Islamic Law and Society, Volume 7, Number 2 / June, 2000
  • Ibn al-Khatib, al-Ihata fi akhbar Gharnata, ed. M. Inan, 4 vols. (Cairo, 1973-77), I, 157-62;
  • Ibn al-Khatib, al-Katiba al-kamina, ed. Ihsan Abbas,(Beirut, 1983), 138-43
  • Ibn al-Khatib, al-Lamha al-badriyya fi l-dawla al-nasriyya, ed. Muhibb al-Din al-Khatib, 3rd ed. (Beirut, 1978), 116-18
  • Al-Maqqari Nafh al-tib min ghusn al-Andalus al-ratib, ed. I. 'Abbas, Beirut, 1968, t. 8, pp. 40–54
  • F.Velazquez Basanta, Retrato jatibiano de Abu Bakr Ya'far Ahmad ibn Yuzayy, otro poeta y qadi al-yama'a de Granada. Anales de la Universidad de Cadiz, IX-X (1992-93), 39-51
  • Maria Arcas Campoy, Un tratado de derecho comparado: el Kitàb al-Qawànìn de Ibn Juzayy, pp. 49–57, In: Atti del XIII Congresso dell'Union Européenne d'Arabisants et d'Islamisants (Venezia 1986)he was the one who Ibn Battuta dedicated his life and works to.


Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!