ইন্দরজিৎ সিং

ইন্দরজিৎ সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইন্দরজিৎ সিং
Inderjeet Singh
জাতীয়তাIndian
ক্রীড়া
দেশ ভারত
ক্রীড়াAthletics
বিভাগশটপুট
দলIndia
পদকের তথ্য
 ভারত -এর প্রতিনিধিত্বকারী
Men's athletics
এশিয়ান গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান 2014 Incheon Shot Put
Asian Athletics Championships
স্বর্ণ পদক - প্রথম স্থান 2015 Wuhan Shot Put
23 August 2015 তারিখে হালনাগাদকৃত

ইন্দরজিৎ সিং(জন্ম ১৯ এপ্রিল ১৯৮৮) এক শটপুট বিশেষ্ণজ্ঞ ভারতীয় অ্যাথলিট।[] ২০১৫ র এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে তিনি স্বর্ণ পদক জয় করেন। ২০১৩ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াড প্রতিযোগিতায় ইন্দরজিৎ প্রতিদবন্ধিতা করেন এবং তার তৎকালীন সেরা থ্রো (১৯.৬৩ মিটার) করে রৌপ্য পদক জয় করেন। বর্তমানে তিনি অ্যাংলিয়ান মেডেল হান্ট কোম্পানীর স্পনসরশিপ এর আওতায় রয়েছেন।[]

১৭ই আগস্ট ২০১৩ তে পাটিয়ালা র ইন্ডিয়ান ন্যাশানাল গেমস ১৯.৮৯মিটার থ্রো করে নিজের পরিসংখ্যান উন্নত করেন। ২ রা অক্টোবর ২০১৪ এশিয়ান ফেমসে শটপুট এ ১৯.৩৮মিটার ছুড়ে তিনি ব্রোঞ্জ পদক জেতেন।[] ২২শে জুন ২০১৫ তে ব্যাংকক এশিয়ান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি তে তিনি স্বর্ণ পদক জেতেন,১৯.৮৩মিটার থ্রো করে।[] আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে একই মাসে ইন্দরজিৎ তার দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন চিনের ইউহান এ এশিয়ান চ্যাম্পিয়নশিপে (৩রা জুন, ২০১৫) ২০.৪১ মিটার থ্রো করে যা নতুন এশীয় রেকর্ড হয়।[]


২০১৫র মে মাসে ১৯তম ফেডারেশান কাপ প্রতিযোগিতায় ২০.৬৫মিটার থ্রো করে ইন্দরজিৎ ২০১৬ রিও গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগ্যতা মান অতিক্রম করেন।[]

বর্তমানে তিনি অপর ভারতীয় শটপুট এর শক্তি সিং এর ছোট ভাই প্রিতম সিং এর প্রশিক্ষণে রয়েছেন।২০১৬ র জুলাই এ ড্রাগ পরীক্ষায় নিষিদ্ধ বস্তু গ্রহণের কারণে প্রতিযোজীতায় থেকে তিনি ছিটকে যান।[]

ব্যক্তিগত জীবন

ইন্দরজিৎ পাঞ্জাবের শহীদ ভগত সিং নগরের বাসিন্দা। কোল ইন্ডিয়ার ক্যাম্পাসের অন্যতম নামী দিল্লী পাবলিক স্কুলের প্রাক্তন ছাত্র এই ইন্দরজিৎ সিং। তিনি ওই স্কুলের ২০০৬ সালের ব্যাচের ছাত্র ছিলেন। তিনি পরবর্তীকালে পরিবারের সাথে মধ্যপ্রদেশ এর সিংরাউলি তে বলে যান যেখানে তার পিতা গুরদয়াল সিং নর্দান কোল্ডফিল্ড লিমিটেডে কর্মরত ছিলেন। ২০০৭ সালে পিতার মৃত্যুর পর তার পরিবারে আর্থিক সঙ্কট এ পড়ে, তা সত্ত্বেও পরিবারের সহায়তায় তিনি অ্যাথলেটিক্সে তার অধ্যবসায় চালিয়া যান।[]

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ

বছর প্রতিযোগিতা ঘটনাস্থল স্থান ঘটনা নোট
প্রতিনিধিত্বকারী  ভারত
২০১৩ ইউনিভার্সিয়াড Kazan, Russia দ্বিতীয় শটপুট ১৯.৭০ মি
২০১৪ এশিয়ান গেমস Incheon, South Korea তৃতীয় শটপুট ১৯.৬৩ মি
২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশীপ Wuhan, প্রথম শটপুট ২০.৪১ মি CR
এশিয়ান গ্রাঁ প্রি Bangkok, ্প্রথম শটপুট ১৯.৮৫ মি CR
ইউনিভার্সিয়াড Gwangju, South Korea প্রথম শটপুট ২০.২৭ মি
World Championships Beijing, China ১১তম শটপুট ১৯.৫২ মি

তথ্যসূত্র

  1. ইন্দরজিৎ সিংয়ের আইএএএফ প্রোফাইল (ইংরেজি)
  2. "Inderjeet grabs shot put silver"। The Hindu। ৯ জুলাই ২০১৩। 
  3. "India's Inderjeet wins men's shot put bronze"। Deccan Herald। ২ অক্টোবর ২০১৪। 
  4. "Inderjeet, Johnson win golds at Asian Athletics Grand Prix - Rediff.com Sports"www.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২২ 
  5. "Inderjeet Singh bags shot-put gold in Asian Athletics Championship at Wuhan | Latest News & Updates at Daily News & Analysis"। সংগ্রহের তারিখ ২০১৫-০৬-২২ 
  6. "Road to Rio: Inderjeet Singh, India's lone shot-putter at 2016 Olympics"। Firstpost। ১৪ জুলাই ২০১৬। 
  7. "Inderjeet Singh: Indian shot put champion blames positive drug test on conspiracy" 
  8. "In ill-fitting shoes, Inderjeet pulls off shot put feat"। The Indian Express। ৯ জুলাই ২০১৩। 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!