ইন্ডিয়ানাপোলিস বিজনেস জার্নাল

ইন্ডিয়ানাপোলিস বিজসেন জার্নাল
ধরনসাপ্তাহিক সংবাদপত্র
মালিকআইবিজে মিডিয়া কর্পোরেশন
প্রকাশকনাথান জে ফেল্টম্যান
সম্পাদকলেসলি অয়াইডেনবেনের
প্রতিষ্ঠাকাল১৯৮০
সদর দপ্তরইন্ডিয়ানাপোলিস, ইন্ডিয়ানা, মার্কিন যুক্তরাষ্ট্র
আইএসএসএন০২৭৪-৪৯২৯
ওয়েবসাইটibj.com

ইন্ডিয়ানাপোলিস বিজনেস জার্নাল (ইংরেজি: Indianapolis Business Journal) মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস হতে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র যা ইন্ডিয়ানার কেন্দ্রীয় অঞ্চলের ব্যবসার উপর প্রতিবেদন করে। এটি আইবিজে মিডিয়ার শীর্ষস্থানীয় প্রকাশনা। ১৯৮০ সালে মার্ক ভিটার্ট এবং জন বুরখার্ট সংবাদপত্রটির সূচনা করেছিলেন। পত্রিকাটির প্রতিষ্ঠার পর কয়েকবার মালিকানা হাতবদল হয়। ১৯৮৬ সালে আমেরিকান সিটি বিজনেস জার্নাল, ১৯৮৮ সালে এমসিপি, ও পরবর্তীতে ১৯৯০ সালে মিকি মাউরার ও বব স্কোলস এটির মালিক হয়েছেন। এটির অর্থনৈতিক কলামিস্টদের মধ্যে মর্টন মার্কাস এবং মাইকেল জে. হিকসের মত লেখক রয়েছেন।[]

তথ্যসূত্র

  1. "About IBJ Media: Indianapolis Business Journal"। IBJ Media। সংগ্রহের তারিখ ২০০৯-০৩-০৬ 

বহিঃসঙ্গযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!