ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি

প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি (আই,এল,এস,টি) বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠান থেকে চার বৎসর মেয়াদী “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশের প্রাণিসম্পদ উন্নয়নের জন্য কারিগরিভাবে দক্ষ জনশক্তি উন্নয়ন ও মানসম্মত লাইভস্টক ডিপ্লোমা কোর্স পরিচালনার জন্য ২০১৪ সালে গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া; গোপালগঞ্জ, নেত্রকোনা ও খুলনা জেলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ও ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা সম্বলিত ৫টি স্বয়ংসম্পূর্ণ লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেয়া হয়।[] ২০১৬ সালে সর্বপ্রথম গাইবান্ধা ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষা কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে, ২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ও খুলনার ডুমুরিয়া, গোপালগঞ্জ ও নেত্রকোনায় বাকি চারটি ইনস্টিটিউট এর কার্যক্রম শুরু হয়।

২০২০ সালে এই প্রকল্পের সম্প্রসারণের লক্ষ্যে সিলেট, কুড়িগ্রাম-লালমনিরহাট ও বরিশালে আরও ৩টি ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপনের উদ্যোগ নেয়া হয়, যার নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে। []

আরও দেখুন

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!