ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ

ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ (ইউরোপীয়ান ব্যাংকিং অথরিটি)
সংস্থার রূপরেখা
গঠিত১ জানুয়ারি ২০১১ (2011-01-01)
পূর্ববর্তী সংস্থা
  • ইউরোপীয় ব্যাংকিং সুপারভাইজার কমিটি (সি.ই.বি.এস)
যার এখতিয়ারভুক্তইউরোপিয়ান ইউনিয়ন
সদর দপ্তর৪৬ তলা, ১ কানাডা স্কয়ার,
লন্ডন ই.১৪ ৫এ.এ. যুক্তরাজ্য।
কর্মী১৫৬ (২০১৪)[]
সংস্থা নির্বাহী
  • অ্যাঁন্দ্রে এনরিয়া, চেয়ারপারসন
  • এডাম ফ্রাঙ্কস, কার্যনির্বাহী পরিচালক
মূল নথি
ওয়েবসাইটwww.eba.europa.eu

ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ (ইউরোপীয়ান ব্যাংকিং অথরিটি) বা ই.বি.এ. ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) এরটি সংস্থা, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এর কার্যক্রম হল ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক ব্যবস্থা ও তার দুর্বলতার স্ট্রেস টেস্ট সম্পন্ন করে স্বচ্ছতা বাড়ানো। ইবিএ ১ জানুয়ারি ২০১১ সালে স্থাপিত হয়, যার পূর্ববর্তী নাম ছিল ইউরোপীয় ব্যাংকিং সুপারভাইজার কমিটি (কমিটি অফ ইউরোপিয়ান ব্যাংকিং সুপারভাইজরস)।

তথ্যসূত্র

  1. "EBA at glance"। European Banking Authority। ৩১ ডিসেম্বর ২০১৪। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৬ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!