ই. পুগাঝেন্ডি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর বিধানসভার প্রাক্তন সদস্য। তিনি ১৯৮৯, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে কুডলোর আসন থেকে দ্রাবিড় মুন্নেত্র কড়গমের প্রার্থী হিসাবে তিনি তামিলনাড়ু বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। [১][২][৩] তার বাবা ইরে. এলামবজুঠি একজন ডিএমকে রাজনীতিবিদ ছিলেন। [৪]
তথ্যসূত্র