আহমেদ সাইয়ার

আহমেদ সাইয়ার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আহমেদ বদর সাইয়ার
জন্ম (1993-10-06) ৬ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩১)
জন্ম স্থান বাহরাইন
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল সাদ
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৭ আল-গারাফা (০)
২০১৭– আল সাদ ২৯ (৪)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

আহমেদ বদর সাইয়ার (আরবি: أحمد سيار, ইংরেজি: Ahmed Sayyar; জন্ম: ৬ অক্টোবর ১৯৯৩; আহমেদ সাইয়ার নামে সুপরিচিত) হলেন বাহরাইনে জন্মগ্রহণকারী একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাতারের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাতার স্টারস লিগে আল সাদের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[] তিনি মূলত একজন রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৩–১৪ মৌসুমে, কাতারি ক্লাব আল-গারাফার জ্যেষ্ঠ পর্যায়ের দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, যেখানে তিনি ৪টি মৌসুম অতিবাহিত করেছেন; আল-গারাফার হয়ে তিনি ৫ ম্যাচে কোন গোল করতে সক্ষম হননি। অতঃপর ২০১৭–১৮ মৌসুমে, তিনি অজানা অর্থের বিনিময়ে কাতারি ফুটবল ক্লাব আল সাদে যোগদান করেছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!