শেখ আহমদ বিন মোহাম্মদ আলে সাানি (আরবি: أحمد بن محمد بن ثاني /১৮৫৩–১৯০৫) ছিলেন মুহাম্মদ বিন সানির ২য় পুত্র, দোহার গভর্নর (১৮৯৪–১৯৯৮) ও কাতারের শাসক (১৮৯৮–১৯০৫)। তিনি আধুনিক কাতার রাষ্ট্রের প্রতিষ্ঠাতা শেখ জসিম বিন মোহাম্মাদ আলে সানির ছোট ভাইও ছিলেন। চাচাতো ভাই আলী বিন জসিমের মৃত্যুর পর তিনি মিদাত পাশার বাহিনীর বিরুদ্ধে কাতার গোষ্ঠীজোটের কমান্ডার নেতা হন।[১]
তথ্যসূত্র