আসাদ মান্নান

আসাদ মান্নান
জন্ম (1957-11-03) ৩ নভেম্বর ১৯৫৭ (বয়স ৬৭)
জাতীয়তাবাংলাদেশি
শিক্ষাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পেশাকবি ও সরকারি কর্মকর্তা
পুরস্কারবাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

আসাদ মান্নান (জন্ম ৩ নভেম্বর ১৯৫৭) একজন বাংলাদেশি কবি এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[]

প্রারম্ভিক জীবন

আসাদ মান্নান ১৯৫৭ সালের ৩ নভেম্বর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সাতঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[][] তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।[] পরবর্তীতে শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

কর্মজীবন

আসাদ মান্নান ১৯৮১ সালে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি রাজশাহী বিভাগের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।[]

আসাদ ১৯৭০-এর দশক থেকেই কবিতা লেখা শুরু করেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:[]

  • সুন্দর দক্ষিণে থাকে
  • সূর্যাস্তের উল্টোদিকে
  • সৈয়দ বংশের ফুল
  • দ্বিতীয় জন্মের দিকে
  • ভালোবাসা আগুনের নদী
  • তোমার কীর্তন
  • যে-পারে পার নেই সে-পারে ফিরবে নদী
  • হে অন্ধ জলের রাজা
  • নির্বাচিত কবিতা
  • প্রেমের কবিতা

পুরস্কার

  • বাংলাদেশ সাহিত্য পরিষদ পুরস্কার (১৯৭৭/৭৮)
  • জীবনানন্দ দাস পুরস্কার (২০০৮)
  • কবিকুঞ্জ পদক (২০১১)
  • কবিতালাপ সম্মাননা ও পদক (২০১৩)
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০২১)

তথ্যসূত্র

  1. "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  2. "'ভারতের আঞ্চলিক বাংলা থেকে আমাদের জাতীয় বাংলা আলাদা'"যুগান্তর। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 
  3. "আসাদ মান্নান"বিডিনিউজ২৪। ২৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২২ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!