আসাদ জুলফিকার (জন্ম: ২৮ মার্চ, ১৯৯৭) একজন ওলন্দাজ ক্রিকেটার,[১] যিনি ২০১৭ সালের ১৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের হয়ে লিস্ট এ অভিষেক করেন।[২] সে ম্যাচে তিনি তার ভাই সাকিব এবং সিকান্দারের সাথে খেলেন, যা একই খেলায় পেশাদার ক্রিকেট দলের হয়ে তিন ভাই একত্রে খেলার প্রথম ঘটনা ছিল।[৩] তিনি প্রাক্তন ওলন্দাজ ক্রিকেটার জুলফিকার আহমেদের ছেলে।
২০২২ সালের জানুয়ারিতে কাতারে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য জুলফিকারকে ডাচ ওয়ানডে ইন্টারন্যাশনাল স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল।[৪] তবে তিনি কোনো ম্যাচ খেলেননি।
বহিঃসংযোগ
তথ্যসূত্র