সৈয়দ আলী উরোজ নকভি
|
পূর্ণ নাম | সৈয়দ আলী উরোজ নকভি |
---|
জন্ম | (1977-03-19) ১৯ মার্চ ১৯৭৭ (বয়স ৪৭) লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
---|
ব্যাটিংয়ের ধরন | ডান হাতের ব্যাট |
---|
বোলিংয়ের ধরন | ডান হাতের অফব্রেক |
---|
|
জাতীয় দল | |
---|
টেস্ট অভিষেক (ক্যাপ ১৪৫) | ৬ অক্টোবর ১৯৯৭ বনাম দক্ষিণ আফ্রিকা |
---|
শেষ টেস্ট | ২১ মার্চ ১৯৯৮ বনাম জিম্বাবুয়ে |
---|
|
---|
|
|
|
---|
|
সৈয়দ আলী উরোজ নকভি ( উর্দু : سید علی عروج نقوی ) (জন্ম ১৯ মার্চ, ১৯৭৭, লাহোর, পাঞ্জাব ) একজন পাকিস্তানি ক্রিকেটার যিনি ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছিলেন। ডানহাতি এই ব্যাটসম্যান, যিনি নিজের প্রথম টেস্টেই তার একমাত্র টেস্ট সেঞ্চুরি করেছিলেন, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৫ রান করেন রাওয়ালপিন্ডিতে, উইকেটের অপর প্রান্তে ছিলেন আরেক অভিষেক সেঞ্চুরিয়ান আজহার মেহমুদ, তারা দুজনই অভিষেকের একই ম্যাচে সেঞ্চুরি করা একমাত্র জুটি। [১] তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে খণ্ডকালীন অফ স্পিন বোলার ছিলেন। [২]
তথ্যসূত্র