আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ভারতেরউত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরে অবস্থিত। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রিটিশ রাজত্বের সময় ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিগণিত হয়। তৎকালীন অনেক স্বনামধন্য মুসলিম চিন্তাবিদ ও উর্দূ ভাষার বিখ্যাত কবি ও লেখক এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন।
আবাসিক হলসমূহ
ছাত্রী হল
বেগম আজিজুন নিসা হল
আবদুল্লাহ হল
বেগম সুলতান জাহান হল
ইন্দিরা গান্ধী হল
সরোজিনী নাইডু হল
বিবি ফাতিমা হল
ছাত্র হল
আফতাব হল
আল্লামা ইকবাল বোর্ডিং হাউস ফর সিনিয়র সেকেন্ডারি স্কুল ( বয়েজ)
১১৫৫ একরের এই বিশাল ক্যাম্পাস জুড়ে রয়েছে কিছু বিখ্যাত স্থাপনা।
এই বিশ্ববিদ্যালয়ে ১২টি অনুষদে (কৃষি বিজ্ঞান, কলা, বাণিজ্য, প্রকৌশল ও প্রযুক্তি, আইন, জীবন বিজ্ঞান, মেডিসিন, ব্যবস্থাপনা অধ্যয়ন ও গবেষণা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ধর্মতত্ত্ব, ইউনানী চিকিৎসা) মোট ৭৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
[[ইউ.পি. পন্ডিত দীনদয়াল উপাধ্যায় পশুচিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও গবাদিপশু গবেষণা বিশ্ববিদ্যালয়|দীনদয়াল উপাধ্যায় পশুচিকিৎসা বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ও গবাদিপশু গবেষণা বিশ্ববিদ্যালয়]]