আলাদিন (চরিত্র)

জাদুর বাগানে আলাদিন

আলাদিন (আরবি: علاء الدين, ʻআলা উদ-দীন/ ʻআলা আল-দীন) হচ্ছে আরব্য রজনীর গল্পসমূহের মধ্যে বিখ্যাত আলাদিনের আশ্চর্য প্রদীপ গল্পের দুই মূখ্য চরিত্রের একজন (অপরজন জিন)। "আলাদিনের আশ্চর্য প্রদীপ" গল্পটি মিশরীয় প্রেক্ষাপটে লিখা হলেও মনে করা হয় এর আদি উৎস চীন

চরিত্র স্বরূপ

গল্পে আলাদিন বা আলাদিনকে গরিব ও অনাথ যুবক হিসাবে উপস্থাপন করা হয়েছে। তার বন্ধু ছিল বানর আবু। ঘটনা ক্রমে সে আগ্রবাগ রাজ্যের রাজকন্যা ইয়াসমিনের (লাতিন- Jasmine; জেসমিন) প্রেমে পড়ে যায়। কিন্তু তাকে বিবাহ করার মতো সম্পত্তি আলাদিনের ছিল না। হতাশ আলাদিন 'জাফর' নামক এক কালো জাদুকরের প্ররোচনায় পড়ে একটি গুহায় ঢুকে পড়ে। ওই গুহায় ছিল আশ্চর্য প্রদীপ, যা ঘষলেই একটি জিন বেরিয়ে আসে। জাফর এই প্রদীপটি ব্যবহার করে রাজ্য দখল করতের চেয়েছিল। কিন্তু পরে এই প্রদীপে আলাদিনের হাতের ঘষা লেগে জিন বেরিয়ে আসে, যে আলাদিনকে তিনটি ইচ্ছা পূরণের সুযোগ দেয়। প্রথমে আলাদিন রাজকন্যা ইয়াসমিনকে বিবাহের জন্য রাজকুমার হতে চায়। দ্বিতীয়বার জিন তাকে বিপদে রক্ষা করে। তৃতীয় ইচ্ছায় সে জিনকে স্বাধীন করে দেয়। আলাদিনের বীরত্ব ও গল্পের প্রেক্ষপট পাঠকের হৃদয় জয় করে নিয়েছে।

তথ্যসূত্র

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!