ডা: মোহাম্মদ আলাউদ্দিন (৭ জানুয়ারি ১৯২৫–২৬ ফেব্রুয়ারি ২০০০) বাংলাদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, চিকিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্য, তৎকালীন রাজশাহী-১৪ ও রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২] সপ্তম জাতীয় সংসদে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেন।[৩] তার পুত্র
জন্ম ও প্রাথমিক জীবন
আলাউদ্দিন ৭ জানুয়ারি ১৯২৫ সালে রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]
কর্মজীবন
আলাউদ্দিন কিৎসক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। ছাত্র রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাকিস্তান গণপরিষদের সদস্য (এমপিএ) নির্বাচিত হন। তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন রাজশাহী-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে তিনি রাজশাহী-৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২] এর পর আওয়ামী লীগে যোগদিলে তার আসন শুণ্য হলে উপনির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করেন।[৪][৫]
মৃত্যু
২৬ ফেব্রুয়ারি ২০০০ সালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র