আল রায়ান ব্যাংক

আল রায়ান ব্যাংক
ধরনবেসরকারি
শিল্পঅর্থনৈতিক সেবা
প্রতিষ্ঠাকাল২০০৪
সদরদপ্তরবার্মিংহ্যাম, যুক্তরাজ্য
প্রধান ব্যক্তি
সুলতান চৌধুরী, প্রধান ব্যাবস্থাপনা কর্মকর্তা ও পরিচালক
পণ্যসমূহব্যাংকিং
আয়বৃদ্ধি GBP৯.৫ মিলিয়ন (১০১৬)
বৃদ্ধি GBP২৭.৩ মিলিয়ন (২০১৬)
মাতৃ-প্রতিষ্ঠানমাশরাফ আল রাইয়ান
ওয়েবসাইটwww.alrayanbank.co.uk

আল রায়ান ব্যাংক (পূর্ব নাম ইসলামিক ব্যাংক অব ব্রিটেন) হল যুক্তরাজ্যের একটি বাণিজ্যিক ব্যাংক, যেটি ব্রিটিশ মুসলিমদের শরীয়াহভিত্তিকভাবে অর্থনৈতিক সেবা সহায়তা প্রদান করার লক্ষে ২০০৪ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে লন্ডন, বার্মিংহ্যাম, ম্যানচেস্টার এবং লেইসেস্টারে ব্যাংকটির একাধিক শাখা এবং ডিউসবারি, লিউটনটুথিংয়ে এর একাধিক এজেন্সি রয়েছে।[] এটিই প্রথম ব্রিটিশ ব্যাংক যেটি পূর্ণাঙ্গভাবে এর কার্যক্রমসমূহ ইসলামী মুলনীতি অনুসারে পরিচালনা করার দাবি করে।[] মুসলিম এবং অ-মুসলিমগণ উভয়েই এই ব্যাংক থেকে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন।[]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৪ 
  2. "First Islamic bank to open in UK"BBC। ২০০৪-০৮-০৯। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-২১ 
  3. "The Best Savings Accounts You've Never Heard Of"। Yahoo! Finance। ২০০৯-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০২ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!