আল কায়েদা ইসলামি মাগরিব শাখা (আরবি: تنظيم القاعدة في بلاد المغرب الإسلامي, Tanẓīm al-Qā‘idah fī Bilād al-Maghrib al-Islāmī, সংক্ষেপে:একিউআইএম) এই সংগঠনটি মালিভিত্তিক কিন্তু এর লক্ষ্য আলজেরিয়ায় তাদের শাসন প্রতিষ্ঠা করা।[১] তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড বেশ লক্ষণীয়। একিউআইএম আলজেরিয়া, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালানোর ঘোষণা দিয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন] আলজেরিয়ার সরকার বলছে, এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা আলজেরিয়া ছাড়িয়ে মালি, মৌরিতানিয়া, নাইজার, লিবিয়া ও চাঁদ পর্যন্ত বিস্তৃত। ফ্রান্সের দাবি, কাতার থেকে এদের সংগঠনের খরচ আসে।[২]
তথ্যসূত্র
বহিঃসংযোগ