আল-আমীন মিশন

আল-আমীন মিশন
ঠিকানা
খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ
সিটি অফিস: ৫৩ বি, এলিয়ট রোড, পার্ক সার্কাস, কলকাতা - ৭০০০১৬

, , ,
তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৮৬; ৩৯ বছর আগে (1986)
প্রতিষ্ঠাতাএম নুরুল ইসলাম
বিদ্যালয় বোর্ডপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ
ভাষাবাংলা, ইংরেজি
প্রকাশনাআল-আমীন বার্তা
আল-আমীন নিউজলেটার
ওয়েবসাইটhttp://alameenmission.org

আল-আমীন মিশন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার খলতপুর গ্রামে অবস্থিত একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন রাজ্যের ১৭ টি জেলা জুড়ে ৭৬ টি শাখা ছড়িয়ে আছে; এই রাজ্য ছাড়াও, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড,মহারাষ্ট্রএর মতো অন্যান্য রাজ্যের মধ্যে ইহা বিস্তৃত। এখন এতে ১২ হাজার আবাসিক ছাত্রছাত্রী আছে। এখান থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ইতিহাস

এম নুরুল ইসলাম, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, ১৯৭৬ সালে দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় তিনি খলতপুর জুনিয়র হাই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৮৪ সালের মে মাসে তিনি ইন্সটিটিউট অফ ইসলামিক কালচার" শুরু করেন। ১৯৮৬ সালে মুষ্টির চাল নিয়ে হাই মাদ্রাসা ভবনেই আবাসিক ছাত্রাবাস শুরু করেন। ১৯৮৭ -র  জানুয়ারী মাসে এটি নামান্তর করে হয় আল-আমীন মিশন[]

কার্যক্রম

একটি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি আল-আমীন মিশন মুসলিম সম্প্রদায়ের জন্য দাতব্য কাজ করে। এটি বেকার (Unemployme) মুসলমানদের লোন দিয়ে সহায়তা করেছে এবং অন্যান্য সম্প্রদায়ের অভাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য বৃত্তি কার্যক্রম রয়েছে।[]

১৯ মে ২০১৫-তে, আল-আমীন মিশন বঙ্গভূষণ পুরস্কার পেয়েছে। গত কয়েক বছর ধরে আল-আমিন মিশন সুবিধাবঞ্চিত বাচ্চাদের উচ্চতর পেশায় ও দারিদ্র্যের বাইরে নিয়ে যাওয়ার জন্য জাতীয় নিউজ (টাইমস অফ ইন্ডিয়া,দ্য টেলিগ্রাফ ইত্যাদি) এর কেন্দ্রবিন্দু।

তহবিল

প্রতিষ্ঠানটি বেশিরভাগই দান ও যাকাত দ্বারা পরিচালিত হয়। সারাদেশে মুসলমানরা মিশনে তাদের যাকাত প্রদান করে, যা দরিদ্র, নিঃস্ব এবং এতিমদের জন্য সংরক্ষিত আসনের 25% যত্ন নেয়। এটি পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, মৌলানা আজাদ শিক্ষা ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডের মতো অনেক উত্স থেকে অর্থায়ন পেয়েছে। ইন্দোরের পাকিজা গ্রুপ ইন্দোরের আল-আমিন মিশন একাডেমির অবকাঠামো নির্মাণ করছে।

শাখা[]

এর মোট 68 টি শাখা আছে।

আল-আমীন মিশন

আল আমীন মিশন, জুনিয়র বিল্ডিং, খলতপুর
  1. আল-আমীন মিশন, খলতপুর, উদয়নারায়ণপুর, হাওড়া
  2. আল-আমীন মিশন, বেলপুকুর, দক্ষিণ দিনাজপুর।
  3. আল-আমীন মিশন, পাথরচাপড়ি, বীরভূম (হজরত দাতা মাহবুব শাহ ওয়ালীর মাজারের কাছে।)
  4. আল-আমীন মিশন, ধুলিয়ান, মুর্শিদাবাদ।
  5. আল-আমিন মিশন, পাঁচুর, কলকাতা

আল-আমীন মিশন ট্রাস্ট

  1. আল-আমীন মিশন একাডেমি, বেলডাঙা,মুর্শিদাবাদ
  2. আল-আমীন মিশন একাডেমি, নয়াবাজ, হাওড়া
  3. আল-আমীন মিশন একাডেমি, খলিসানী, হাওড়া
  4. আল-আমীন মিশন একাডেমি, উলুবেড়িয়া, হাওড়া
  5. আল-আমীন মিশন একাডেমি, নিউটাউন, উত্তর ২৪ পরগণা
  6. আল-আমীন মিশন একাডেমি, হাসনেচা, দক্ষিণ ২৪ পরগনাা
  7. আল-আমীন মিশন একাডেমি, সূর্যপুর, দক্ষিণ ২৪ পরগনা
  8. আল-আমীন মিশন একাডেমি, চাপড়া, নদীয়া
  9. আল-আমীন মিশন একাডেমি, মালদা
  10. আল-আমীন মিশন একাডেমি, মেমারি, পূর্ব বর্ধমান
  11. আল-আমীন মিশন একাডেমি, জলপাইগুড়ি
  12. আল-আমীন মিশন একাডেমী, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর
  13. আল-আমীন মিশন একাডেমী, উজুনিয়া, মুর্শিদাবাদ
  14. আল-আমীন মিশন একাডেমি, রামপুরহাট, বীরভূম
  15. আল-আমীন মিশন একাডেমি, ঝাড়বাড়ী
  16. আল-আমীন মিশন একাডেমি, হেমতাবাদ
  17. আল-আমীন মিশন একাডেমি, শিলিগুড়ি
  18. আল-আমীন মিশন একাডেমি, খড়গপুর
  19. আল-আমীন মিশন একাডেমি, রতনপুর
  20. আল-আমীন মিশন একাডেমি, ভবতা
  21. আল-আমীন মিশন একাডেমি, রাঁচি
  22. আল-আমীন মিশন একাডেমি, হাউলি
  23. আল-আমীন মিশন একাডেমী, নিউ টাউন
  24. পলাশি গার্লস হোস্টেল, নদিয়া
  25. চিচুরিয়া হাই স্কুল বয়েজ হোস্টেল
  26. সুধাকরপুর হাই স্কুল বয়েজ হোস্টেল
  27. আল-আমীন মিশন একাডেমি, ত্রিপুরা
  28. আল-আমীন মিশন একাডেমি, পাটনা
  29. আল-আমীন মিশন একাডেমি, মরিচা
  30. আল-আমীন মিশন একাডেমি, কোচবিহার
  31. আল-আমীন মিশন একাডেমী, বারুইপুর
  32. আল-আমীন মিশন একাডেমি, উমরপুর
  33. আল-আমীন মিশন একাডেমি, লোহাপুর
  34. আল-আমীন মিশন একাডেমি, ইন্দোর
  35. আল-আমীন শিক্ষা কাউন্সিল
  36. আল-আমীন একাডেমী, বারুইপুর(গার্লস)
  37. .আল-আমীন একাডেমি, পাইকপাড়ী
  38. আল-আমীন একাডেমি, বাবনান
  39. আল-আমীন একাডেমী, দুবরাজপুর
  40. আল-আমীন একাডেমী, সুগড়
  41. আল-আমীন একাডেমি, মহম্মদপুর
  42. আল-আমীন একাডেমী, উলুবেড়িয়া
  43. আল-আমীন একাডেমি, জয়নগর
  44. আল-আমীন একাডেমী, বর্ধমান
  45. আল-আমীন একাডেমী, উস্তি
  46. আল-আমীন একাডেমি, পাপুরি
  47. আল-আমীন একাডেমি, কালেজোড়া
  48. আল-আমীন একাডেমী, বাঁকুড়া
  49. আল-হেদায়েত মিশন স্কুল, রানীহাটি
  50. আল-আমীন একাডেমী, জীবনপুর
  51. আল-আমীন একাডেমি, বৈষ্ণবনগর
  52. আল-আমীন একাডেমি, তালদি
  53. আল-আমীন একাডেমি, ভাঙ্গার
  54. আল-আমীন একাডেমি, গালসি
  55. আল-আমীন একাডেমি, পশ্চিম দুর্গাপুর
  56. আল-আমীন একাডেমী, হাসামুদিপুর
  57. আল-আমীন একাডেমি, হরিহরপাড়া
  58. আল-আমীন একাডেমি, হেমতাবাদ
  59. আল-আমীন একাডেমী, বীরপুর
  60. আল-আমীন একাডেমি, নওদা
  61. আল-আমীন একাডেমি, পান্ডুয়া
  62. আল-আমীন একাডেমী, সুরজাপুর
  63. আল-আমীন একাডেমি, কোটবার
  64. আল-আমীন একাডেমী, বারুইপুর

ব্যাবস্থাপনা

মিশনের প্রধান ক্যাম্পাস, আল-আমিন মিশন একটি আবাসিক প্রতিষ্ঠান। প্রধান ক্যাম্পাস খলতপুর অন্যান্য ক্যাম্পাসগুলিকেপরিচালনা করে। পশ্চিমবঙ্গ জুড়ে আল আমীন প্রায় ৫০ টি স্কুল পরিচালনা করে।

তথ্যসূত্র

  1. "Al-Ameen Mission"alameenmission.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 
  2. কুদ্দুস, রোহণ। "Al-Ameen Mission | অন্ধকার থেকে আলোকবৃত্তে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০২ 
  3. "Al-Ameen Mission"alameenmission.org। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৩ 

বহিঃসংযোগ

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!