আরিয়েন রোবেন

আরিয়েন রোবেন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আরিয়েন রোবেন[]
জন্ম (1984-01-23) ২৩ জানুয়ারি ১৯৮৪ (বয়স ৪০)
জন্ম স্থান বেডুম, নেদারল্যান্ডস
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান উইঙ্গার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০০–২০০২ গ্রনিঙ্গেন ৫০ (৮)
২০০২–২০০৪ পিএসভি ৫৬ (১৭)
২০০৪–২০০৭ চেলসি ৬৭ (১৫)
২০০৭–২০০৯ রিয়াল মাদ্রিদ ৫০ (১১)
২০০৯– বায়ার্ন মিউনিখ ১০৬ (৫৬)
জাতীয় দল
১৯৯৯ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৫ (০)
১৯৯৯–২০০০ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৬ ১১ (৪)
২০০০ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৭ (১)
২০০১–২০০২ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ১৯ (২)
২০০১–২০০৩ নেদারল্যান্ডস অনূর্ধ্ব ২১ (১)
২০০৩– নেদারল্যান্ডস ৭৩ (২২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ মে ২০১৪ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৯ মে ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

আরিয়েন রোবেন (ওলন্দাজ: Arjen Robben, ওলন্দাজ উচ্চারণ: [ˈɑrjən ˈrɔbə(n)] (শুনুন), জন্ম ২৩ জানুয়ারি ১৯৮৪) একজন ওলন্দাজ ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ [] এবং নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে খেলেন। তিনি সাধারাণত উইঙ্গার হিসেবে খেলে থাকেন। তবে, তিনই ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন। রোবেন জাতীয় দলের হয়ে ২০০৪, ২০০৮২০১২ ইউরোতে এবং ২০০৬২০১০ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। রোবেন তাঁড় দুর্দান্ত গতি, ড্রিবলিং ও ক্রসিং দক্ষতা এবং দূর থেকে জোরালো শট নেওয়ার ক্ষমতার কারণে সুপরিচিত।

১৫ জুলাই ২০২১-এ, রোবেন পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। []

তথ্যসূত্র

  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (পিডিএফ)। ফিফা। ৭ ডিসেম্বর ২০১৩। পৃষ্ঠা ৫। ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৪ 
  2. "Player Profile"। বায়ার্ন মিউনিখ। ২৩ জুন ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৪ 
  3. "Real cash in on Dutch duo"। Sky Sports। ২৮ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০০৯ 
  4. "Arjen Robben: Former Chelsea, Real Madrid and Bayern Munich winger retires for second time aged 37"Sky Sports (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০২১ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!