আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়|
|
নীতিবাক্য | একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে |
---|
ধরন | বেসরকারী |
---|
স্থাপিত | ২০০২ |
---|
চেয়ারম্যান | এইচ আর এইচ তালাল বিন আব্দুল আজিজ |
---|
সভাপতি | অধ্যাপক মৌদি আল-হামুদ |
---|
অবস্থান | * আল হাসা
- দাম্মাম
- হাইল
- জেদ্দা
- মদিনা
- রিয়াদ
- আম্মান, জর্দান
- বাহরাইন
- বৈরুত, লেবানন
- আরধিয়া, কুয়েত
- কায়রো, মিশর
- ওমান
- খার্তুম, সুদান
|
---|
ওয়েবসাইট | |
---|
আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলো একটি অলাভজনক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সূচনা হয় যুবরাজ তালাল বিন আব্দুল আজিজ আল সৌদের ব্যক্তিগত উদ্যোগে। তিনি আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। ২০০০ সালের ডিসেম্বর মাসে কুয়েতে আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সদর দফতর স্থাপন করা হয়।
আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্যায় চালু করা হয় ২০০২ সালের অক্টোবর মাসে। তখন তিনটি শাখা চালু করা হয়। শখা তিনটি হলো: কুয়েত, লেবানন ও জর্দান। এরপর ২০০৩ সালে বাহরাইন, মিশর এবং সৌদি আরবে শাখা খোলা হয়। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে ওমান শাখা এবং ২০১১ সালের সেপ্টেম্বর মাসে সুদান শাখা শুরু করা হয়।[১] এরপর ২০১৫ সালের মে মাসে আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের উচ্চ শিক্ষা মন্ত্রনালয়ের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে সেখানে এর শাখা শুরু করে।
একাডেমিক প্রোগ্রাম
যুক্তরাজ্যের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব চুক্তির অধীনে, আরব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শেখার বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম রয়েছে:
অস্নাতক প্রোগ্রাম
- ১) ব্যবসা শিক্ষায় বি. এ প্রোগ্রাম (সম্মান), এর অধীনে নিম্নলিখিত কোর্স আছে:
- ক) ব্যবস্থাপনা
- খ) মার্কেটিং
- গ) অ্যাকাউন্টিং
- ঘ) অ্যাকাউন্টিং (আরবি)
- ঙ) অর্থনীতি
- চ) সিস্টেম অনুশীলন
- ২) তথ্য প্রযুক্তি ও কম্পিউটিংয়ে বিএসসি প্রোগ্রাম (সম্মান), এর অধীনে নিম্নলিখিত কোর্স আছে:
- ক) তথ্য প্রযুক্তি এবং কম্পিউটিং (আইটিসি)
- খ) কম্পিউটিং (সি)
- গ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
- ঘ) ব্যবসাসহ কম্পিউটিং
- ৩) গ্রাফিক এবং মাল্টিমিডিয়া নকশায় বিএসসি প্রোগ্রাম (সম্মান)
- ৪) ইংরেজি ভাষা ও সাহিত্যে বি. এ প্রোগ্রাম (সম্মান)
- ৫) গণমাধ্যমে বি এ প্রোগ্রাম (সম্মান), এর অধীনে নিম্নলিখিত কোর্স আছে (মিশর শাখা):
- ক) ইলেকট্রনিক মিডিয়া
- খ) রেডিও এবং টেলিভিশন
- গ) জনসংযোগ
- ঘ) ইলেকট্রনিক মিডিয়া (ট্র্যাক) (জর্দান ও লেবানন)
- ঙ) জনসংযোগ (ট্র্যাক) (জর্ডান)
- ৬) প্রাথমিক শিক্ষায় বি. এ প্রোগ্রাম (সম্মান)
- ৭) বিশেষ শিক্ষায় বি. এ প্রোগ্রাম (সম্মান)
- ৮) বিশেষ শিক্ষায় বি. এ প্রোগ্রাম (সম্মান):
- ক) শিক্ষণ অক্ষমতা
- খ) মানসিক প্রতিবন্ধকতা
- ৯) স্নাতকোত্তর প্রোগ্রাম (কিছু AOU এর শাখায়)
- ১০) ব্যবসা প্রশাসনে মাস্টার (এমবিএ)
- ১১) MSc. ইন কম্পিউটিং প্রোগ্রাম
- ১২) এমএসসি ইন কম্পিউটিং – তথ্য নিরাপত্তা এবং ফরেনসিক
- ১২) (স্নাতকোত্তর ডিপ্লোমা) কম্পিউটিং
- ১৩) মাস্টার অফ এডুকেশন এন্ড এডুকেশন টেকনোলজি
- ১৪) মাস্টার অফ এডুকেশন এন্ড এডুকেশন লিডারশীপ
শাখা
তথ্যসূত্র