আর. গান্ধী (রানীপট্টায়ার, সাথানাই আধা)
তিনি হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং তামিলনাড়ুর তাঁত এবং টেক্সটাইল মন্ত্রী। তিনি ১৯৯৬,[১] ২০০৬ [২] ২০১৬ এবং ২০২১ নির্বাচনে [৩] রানীপেট আসন থেকে দ্রাবিড় মুনেত্র কড়গম (ডিএমকে) প্রার্থী হয়ে তামিলনাড়ু বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।
তিনি এক দশকেরও বেশি সময় ধরে ডিএমকে ভেলোর জেলা সম্পাদক (ইউনাইটেড ভেলোর জেলা) ছিলেন। এছাড়াও এখন তিনি রানীপেট জেলা ডিএমকে সম্পাদক।
তথ্যসূত্র