আয়েশা শর্মা একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল। আয়ুষ্মান খুরানার ইক ওয়ারির ভিডিও গানে আয়েশাকে প্রথম দেখা যায়।[১] তারপর জন আব্রাহাম এবং মনোজ বাজপেয়ীর সাথে হিন্দি অ্যাকশন থ্রিলার ছবি সত্যমেব জয়তে (২০১৮) তে আয়েশার অভিনয়ের অভিষেক ঘটেছিল।[২][৩]
প্রারম্ভিক জীবন
আয়েশা একজন মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেন এবং ল্যাকমে ও পেপসি সহ বেশ কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের জন্য একটি বিশিষ্ট মুখ হয়ে ওঠেন। ২০১৬ সালে, তিনি কিংফিশার ক্যালেন্ডার গার্লদের একজন হিসাবেও প্রদর্শিত হয়েছিলেন।[৫]
চলচ্চিত্রের তালিকা
ওয়েব সিরিজ
মিউজিক ভিডিও
তথ্যসূত্র
বহিঃসংযোগ
ইন্টারনেট মুভি ডেটাবেজে আয়েশা শর্মা (ইংরেজি)