আয়ারল্যান্ডের ভূগোল

আয়ারল্যান্ডের উপগ্রহ চিত্র
আয়ারল্যান্ডের ভূসংস্থানিক মানচিত্র
স্লিভ লীগ পশ্চিমে বানাঘ

আয়ারল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপে আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। মহাসাগরের কারণে দ্বীপটির পশ্চিম তটরেখা অমসৃণ; এই উপকূলে অনেক ছোট দ্বীপ, উপদ্বীপ ও উপসাগর আছে। আয়ারল্যান্ডের কেন্দ্রে রয়েছে নিম্ন সমভূমি আর এর চারদিক ঘিরে রেখেছে উপকূলীয় পাহাড়। ১০৪১ মিটার উচ্চতাবিশিষ্ট কারাউনটুয়োহিল সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এছাড়াও আছে কিছু বড় বড় হ্রদ। আয়ারল্যান্ডের মাঝখান দিয়ে প্রবাহিত শ্যানন নদী দ্বীপটিকে দুইভাগে ভাগ করেছে। ৩৬০.৫ কিলোমিটার (২২৪ মা) দীর্ঘ নদীটি আয়ারল্যান্ডের দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে। আয়ারল্যান্ড দক্ষিণে আইরিশ সাগরের মাধ্যমে যুক্তরাজ্যে থেকে এবং কেল্টীয় সাগরের মাধ্যমে মূল ইউরোপীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এর মোট আয়তন ৮৪,৪২১ কিমি ২ (৩২,৫৯৫ বর্গ মাইল)। [] এটি গ্রেট ব্রিটেন থেকে আইরিশ সাগর দ্বারা এবং মূল ভূখন্ড ইউরোপ থেকে সেল্টিক সাগর দ্বারা বিচ্ছিন্ন।

তথ্যসূত্র

  1. Nolan, Professor William। "Geography of Ireland"Government of Ireland। ২৪ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০০৯ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!