আয়ারল্যান্ড ইসলামী ফাউন্ডেশন (আইএফআই; আইরিশ: Fondúireacht Ioslamach na hÉireann) ১৯৫৯ সালে আয়ারল্যান্ডের মুসলিম শিক্ষার্থীদের দ্বারা সম্মিলিতভাবে গঠিত হয়। এই সমিতি ১৯৭৬ সালে আয়ারল্যান্ডের প্রথম মসজিদটি প্রতিষ্ঠা করে। এটি দেশের অন্যান্য শহরে মসজিদ স্থাপনেও সহায়তা করেছিল। বর্তমানে ফাউন্ডেশনের সদর দফতর ডাবলিন ৮, ১৬৩ দক্ষিণ সার্কুলার সড়কের পাশে থাকা ডাবলিন মসজিদ ও ইসলামী কেন্দ্রে অবস্থিত। আয়ারল্যান্ড ইসলামী ফাউন্ডেশন শুরু থেকেই আয়ারল্যান্ডের মুসলমানদের দাপ্তরিক প্রতিনিধি হিসাবে কাজ করে।[তথ্যসূত্র প্রয়োজন] এটি আয়ারল্যান্ডের মুসলমানদের ধর্মীয়, শিক্ষামূলক এবং সামাজিক প্রয়োজন দেখাশোনা করার ক্ষেত্রে ভূমিকা পালন করে।
আরো দেখুন
বহিঃসংযোগ