আমিনুর রহমান সুলতান (জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৪) একজন কবি ও প্রাবন্ধিক।[১][২][৩] তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলা একাডেমির পরিচালক হিসাবে তার কর্মজীবন শেষ করেন। [২][৪][৫][৬] ফোকলোরে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।[৭]
প্রারম্ভিক জীবন
আমিনুর ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলার কাঁচামাটিয়ার ঈশ্বরগঞ্জ উপজেলার খৈরাটি গ্রামে জন্মগ্রহণ করেন।[৮][৯] তার পিতার নাম আজিজুর রহমান এবং মাতা খোদেজা খাতুন।[১০][১১] আমিনুর রহমান সুলতান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৮৭ সালে স্নাতক (সম্মান) ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং ২০০১ সালে পিএইচ.ডি. উপাধি লাভ করেন।
প্রকাশিত গ্রন্থ
প্রবন্ধ ও গবেষণাগ্রন্থ[৮]
- বাংলাদেশের কবিতা ও উপন্যাস : মুক্তিযুদ্ধের চেতনা (১৯৯৬)
- রাজনৈতিক চেতনা : বাংলাদেশের কবিতা (১৯৯৮)
- বাংলাদেশের উপন্যাস : নগরজীবন ও নাগরিক চেতনা (২০০৩)
- জলের সিঁড়িতে পা (১৯৮৮)
- ফিরে যাও দক্ষিণা চেয়ো না (১৯৯০)
- চরের তিমিরে ডুবে যায় নদী (২০০০)
- মৃন্ময় মুখোশ (২০০৩)
- পানসি যাবে না সাঁতার যাবে (২০০৭)
- সাধুর কর (২০১০)
- কবিতাসংগ্রহ (২০১০)
- ঘর বারান্দার আলোআধার (২০০৬)।
পুরস্কার ও সম্মাননা
- ময়মনসিংহ লোকসাহিত্য ও সংস্কৃতি পুরস্কার (২০০৬)[৩][৮]
- ময়মনসিংহ সাহিত্য সাংস্কৃতিক সংস্থা সম্মাননা (১৯৯০)
- কবিতা সংক্রান্তি সম্মাননা (২০০৭)
তথ্যসূত্র