আব্দুল মালেক সরকার

আব্দুল মালেক সরকার (আনু. ১৯৫১ - ২৮ নভেম্বর ২০২৩) ছিলেন বাংলাদেশের দিনাজপুর জেলার একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছিলেন দিনাজপুর মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার।

আব্দুল মালেক সরকার
দিনাজপুর-১ আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৮৭
পূর্বসূরীজমির উদ্দিন সরকার
উত্তরসূরীআনিসুল হক চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু. ১৯৫১
ইছাইল গ্রাম, তাড়গাঁও, কাহারোল, দিনাজপুর
মৃত্যু২৮ নভেম্বর ২০২৩
সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
সন্তানআরমান সরকার

প্রাথমিক জীবন

আব্দুল মালেক সরকার আনু. ১৯৫১ সালে দিনাজপুর জেলার কাহারোলের তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামে জন্মগ্রহণ করেন।[]

রাজনৈতিক জীবন

আব্দুল মালেক সরকার ১৯৮৩ সালে তাড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।[]

১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৫ দলীয় জোটের হয়ে দিনাজপুর-১ আসন থেকে সংসদ সদস্য মনোনীত হন।[]

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৯৭৮ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ১৮ বছর কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[]

১৯৯০, ২০০৯ ও ২০১৯ সালে অনুষ্ঠিত কাহারোল উপজেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।[]

মৃত্যু

আব্দুল মালেক সরকার ২৮ নভেম্বর ২০২৩ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দিনাজপুর জেলার কাহারোলের তাড়গাঁও ইউনিয়নের ইছাইল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।[][]

তথ্যসূত্র

  1. "কাহারোলের সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা মালেক সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন"ঠাকুরাগাঁও সংবাদ। ২৯ নভেম্বর ২০২৩। ২৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪ 
  2. "কাহারোল উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার আর নেই"দৈনিক আজকের পত্রিকা। ২৮ নভেম্বর ২০২৩। ২৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪ 
  3. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!