আব্দুল খালেক (মৃত্যু: ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪) বাংলাদেশের নেত্রকোণা জেলার রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য ও তৎকালীন ময়মনসিংহ-২৫ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
আব্দুল খালেক নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার দুওজ ইউনিয়নের চারিগাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।[৩]
শিক্ষাজীবন
আব্দুল খালেকের শিক্ষাজীবন শুরু হয় গোপালাশ্রম ভৈরব চন্দ্র হাই স্কুলে। পরবর্তীতে তিনি নেত্রকোণায় এসে ইসলামপুর গ্রামে থেকে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখান থেকেই ১৯৪৯ সালে মেট্রিক পাশ করেন এবং নেত্রকোণা সরকারী কলেজে ভর্তি হন।[৪][৫][৬]
রাজনৈতিক জীবন
আব্দুল খালেক মুক্তিযুদ্ধের সংগঠক ও নেত্রকোণা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৪৯ সালে তিনি নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের তৎকালীন পূর্বপাকিস্তান প্রাদেশিক নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।[৩] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ময়মনসিংহ-২৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] তিনি বাংলাদেশের সংবিধানের ৫৪ নম্বর স্বাক্ষরকারী।[৩]
মৃত্যু
আব্দুল খালেক ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে নেত্রকোণার মোক্তারপাড়ার নিজ বাসার সামনে আততায়ীর গুলিতে আহত হয়ে পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
- ↑ ক খ "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "নেত্রকোণা জেলা, প্রখ্যাত ব্যক্তিত্ব"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ ক খ গ ঘ নেত্রকোণা, ভজন দাস (২৩ ফেব্রুয়ারি ২০২০)। "এমপি আব্দুল খালেক'র ৪৬তম মৃত্যুবার্ষিকী সোমবার"। দেশ সংবাদ। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ আহমদ, ভাষা সৈনিক আজিম উদ্দীন (২০০৮)। ভাষা সংগ্রামে নেত্রকোনা-২০০৮। নেত্রকোনা: আন্তর্জাতিক ও মানবিক উন্নয়ন সংস্থা (অমাস)। পৃষ্ঠা ৩৬।
- ↑ সরকার, অধ্যাপক ননী গোপাল (২০২২)। বিজয় ’৭১। নেত্রকোনা: আর্যব্রত সরকার। পৃষ্ঠা ৬–১৪।
- ↑ আহমদ, ভাষা সৈনিক আজিম উদ্দীন (২০২২)। অসমাপ্ত গল্প। ঢাকা: অনির্বান পাবলিকেসন্স। পৃষ্ঠা ২,১২।