দাতুক সেরি আবু জাহার ইথনিন (মৃত্যু ১২ জুলাই ২০১৩) মালয়েশিয়ার একজন রাজনীতিবিদ ছিলেন। মে ১৯৯৭ থেকে ডিসেম্বর ১৯৯৯ পর্যন্ত মালাক্কার মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি মালাক্কা রাজ্য বিধানসভার স্পিকারও ছিলেন।[১]
মৃত্যু
ইথনিন ১২ জুলাই ২০১৩ তারিখে ৭৪ বছর বয়সে বৃক্ক রোগের জটিলতায় মারা গিয়েছিলেন। [২] তাকে মালাক্কা টাউন আল আজিম মসজিদের কাছে মালাক্কা হিরোস স্মৃতিসৌধে সমাধিস্থ করা হয়।
তথ্যসূত্র