আবদুল মালেক চুন্নু

আবদুল মালেক চুন্নু
জন্ম
আবদুল মালেক চুন্নু
মৃত্যু১০ মে, ২০১৩
পরিচিতির কারণহকি খেলোয়াড়

আবদুল মালেক চুন্নু (জন্ম: অজানা - মৃত্যু: ১০ মে, ২০১৩) ছিলেন বাংলাদেশ জাতীয় ফিল্ড হকি দলের খেলোয়াড়। জাতীয় হকি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে ১০ মে, ২০১৩ তারিখে দেহাবসান ঘটে তার।[]

খেলোয়াড়ী জীবন

ঘরোয়া হকিতে আজাদ স্পোর্টিং ক্লাবের হয়ে অভিষিক্ত হন। পরবর্তীতে আবাহনী স্পোটিং ক্লাবের হয়ে খেলেন। এ দলকে ১৯৭৭, ১৯৭৮ ও ১৯৭৯ - পরপর তিন বছর শিরোপা লাভে সহায়তা করেন।[] মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৯৭৭ সালের এশিয়ান যুব হকি প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণে অভিষেক ঘটে তার।[] ১৯৭৮ ও ১৯৮১ সালের এশিয়ান গেমসেও অংশগ্রহণ করেন চুন্নু।[] এছাড়াও, ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপ হকিতেও খেলেছেন তিনি।[]

সম্মাননা

হকিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি তাকে ১৯৮৪ সালে পুরস্কার প্রদান করে।[] এছাড়াও, ২০০৪ সালে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি।

তথ্যসূত্র

  1. "সাবেক হকি খেলোয়াড় আবদুল মালেক চুন্নু আর নেই, সংগ্রহ: ১০ মে, ২০১৩"। ৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৮ 
  2. কালেরকণ্ঠ, বিপন্ন মালেক চুন্নু, সংগ্রহ: ১০ মে, ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "চলে গেলেন হকি খেলোয়াড় চুন্নু, সংগ্রহ: ১০ মে, ২০১৩"। ৬ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ 
  4. "হকি খেলোয়াড় চুন্নু আর নেই, সংগ্রহ: ১০ মে, ২০১৩"। ২০১৩-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০১-১২ 
  5. দৈনিক জনকণ্ঠ, হকি তারকা মালেক চুন্নুর অবস্থা সঙ্কটাপন্ন, সংগ্রহ: ১০ মে, ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি, পুরস্কারপ্রাপ্তদের তালিকা, সংগ্রহ: ১০ মে, ২০১৩[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!