আফজাল এইচ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
আফজাল এইচ খান ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা তোফাজ্জেল হোসেন খান যিনি টি এইচ খান নামে পরিচিত। মাতা বেগম রওশন আরা জোবায়দা খানম।
রাজনৈতিক ও কর্মজীবন
আফজাল এইচ খান সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ। তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নিউজ এডিটর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ জেলার ছিলেন। তিনি বিএনপির হয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) থেকে ষষ্ঠ (ফেব্রুয়ারি ১৯৯৬) ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে (জুন ১৯৯৬) সাংসদ নির্বাচিত হয়েছিলেন।[৩] ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। [১][২][৪][৫][৬][৭]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ